শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমএস-এর ব্যানারে পিংকি ছেত্রী’র ‘দেখা হবে’

আবু সুফিয়ান রতন পিংকি ছেত্রী। নেপালি বংশদ্ভুত একজন বাংলাদেশী কন্ঠশিল্পী। দাদু গানের মানুষ ছিলেন, বাবাও ভালো গান করতেন তাই পারিবারিকভাবেই সংগীতের হাতেখড়ি তার।

২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতার মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পিংকি। গান নিয়েই আগামী দিনে পথ চলতে চান তিনি। বর্তমান শিল্পীদের সাথে নিজেকে মানিয়ে নিতে সর্বত্র পরিশ্রম করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় নিজের নতুন একক গান নিয়ে আসছেন এই সম্ভাবনাময় কণ্ঠশিল্পী।

গানের শিরোনাম ‘দেখা হবে’। গানটি লিখেছেন গোলাম কবির রনি, সুর ও সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

মালয়েশিয়া ও নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর খান। এতে মডেল হয়েছেন পিংকি ছেত্রী ও তার বোন প্রিয়া ছেত্রী।

এর আগে একাধিক মিক্সড অ্যালবামে অন্যের গান গাইলেও নিজের মৌলিক গান নিয়ে প্রথম বারের মতো হাজির হচ্ছেন পিংকি। তাই অনেকটা আবেগ আপ্লুত এই কন্ঠশিল্পী । নিজের মৌলিক এই গান এবং ভিডিও নিয়ে পিংকি বলেন, একজন সংগীতশিল্পী হিসেবে সবার যেমন ইচ্ছে থাকে নিজের গান দিয়ে মানুষের মনে থাকা, নিজের চিন্তা, ভাবনা, অনুভূতিগুলো গানের মাধ্যমেই শ্রোতাদের কাছে তুলে ধরা। সেই চিন্তা থেকেই অনেকটা সময় নিয়ে, যতœ নিয়ে, অনেক পরিশ্রম করে ‘দেখা হবে’ গান এবং গানটির ভিডিও করেছি। আমার নতুন এই গান শ্রোতা-দর্শকদের আনন্দ দিবে বলে আমার বিশ্বাস। তানভীর খান ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও নির্মাণ করার জন্য। শ্রোতাদের ভালো লাগলেই আমার কষ্ট সার্থক। আর আমি বিশ্বাস করি, যে কাজে পরিশ্রম এবং যতœ আছে, সে কাজ কখনো বিফলে যায় না।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ২২ ফেব্রুয়ারি তাদের ইউটিউবে ‘দেখা হবে’ গানটি অবমুক্ত করবে। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং ইয়ন্ডার মিউজিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়