শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৫ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচনের আগে তিস্তা চুক্তি সমাধানের আহ্বান’ (ভিডিও)

সারোয়ার জাহান: ভারতের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখনো আমরা আশা হারাইনি।’

রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-ইন্ডিয়া মিডিয়া ডায়ালগে’র সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন ওবায়দুল কাদের।

তিনদিনব্যাপী এই ‘মিডিয়া ডায়ালগে’ বাংলাদেশ ও ভারতের সাংবাদিকরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।’

ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ অনেক সমস্যার সমাধানই আলোচনার মাধ্যমে হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, তিস্তা চুক্তিও দ্রুত হবে বলে তিনি আশা করেন।

তিস্তা চুক্তি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখনো আমরা আশা হারাইনি। আমাদের নির্বাচন আট মাস পর। দায় নিয়ে জনগণের কাছে আমাদের জবাব দিতে হবে। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাইছি।’

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে ভারতের সাংবাদিকদের ভূমিকা রাখারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে আমাদের বিকল্প হচ্ছে পাকিস্তানের বন্ধুরা। যারা আপনাদের সেভেন সিস্টারে যাবতীয় গোলযোগ সৃষ্টির মূলে। যারা পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে কাজ করে। এ বিষয়টা স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে। আমরা আলাপ-আলোচনা করব। আলাপ-আলোচনা করার মধ্য দিয়ে আমরা অনেক বিষয়ে সমাধানে যাব। এটাই বন্ধুত্ব। একে আরো দৃঢ় করতে চাই।’

সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়