শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৯ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাখো প্রদীপে নড়াইলবাসীর শহীদ স্মরণ

[caption id="attachment_468418" align="alignleft" width="613"] PHTO0045.JPG[/caption]

নড়াইল প্রতিনিধি: লাখো মোমবাতি জ্বেলে শহরের কুরিরডোব মাঠে ভাষা শহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী।
বুধবার সন্ধ্যায় কুরিরডোব মাঠে ভাষা দিবসের ৬৭ তম বার্ষিকী উপলক্ষে ৬৭টি ফানুষ ওড়ানো হয়। মোমবাতি প্রজ্জ্বলনও ফানুষ ওড়ানো অনুষ্ঠানে চার হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করে।

কুড়িরডোবের বিশাল মাঠে শহীদ মিনার,জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা,আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় এ প্রজ্জলনে। এ সময় ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসংগীত শুরু হয়।

নান্দনিক এ অনুষ্ঠানটি পার্শবর্তী জেলাসহ নড়াইল জেলার হাজার হাজার দর্শক উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোমবাতি জ্বালিয়ে মনোজ্ঞ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এসময় নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়য়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কচি খন্দকার প্রমূখ।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারী নড়াইলে ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি শুরু হয়। এ আয়োজন সফল করতে ১মাস পূর্ব থেকে সাংস্কৃতিক কর্মী, সেচ্ছাসেবক ও শ্রমিক কাজ শুরু করেন। তিন শতাধিক পুলিশ ও সেচ্ছাসেবক মাঠের চারপার্শ্বের সার্বিক নিরাপত্তা রক্ষা করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়