শিরোনাম

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৪ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে উপস্থিত না থাকার নওয়াজের প্রস্তাব প্রত্যাখান

ইমরুল শাহেদ : আদালতে সশরীরে হাজির না হওয়ার বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যরা যে আবেদন করেছিলেন তা প্রত্যাখান করেছে এ্যাকাউন্টিবিলিটি কোর্টের বিচারপতি মোহাম্মদ বশির। বুধবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

২২ ফেব্রæয়ারির শুনানিতে আদালতে সশরীরে হাজির থাকার জন্য ন্যাশনাল এ্যাকাউন্টিবিলিটি কোর্ট-ন্যাব নওয়াজ শরীফ, মরিয়ম নওয়াজ এবং ক্যাপ্টেন (অব.) সফদার হোসেইনকে সমন পাঠিয়েছিল। আবেদনে নওয়াজ শরীফের অসুস্থ স্ত্রী কুলসুমের কথা উল্লেখ করে তাদেরকে সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতি দিতে বলা হয়েছিল। কিন্তু আদালত বলেছেন, স্ত্রী অসুস্থতা আদালতে অনুপস্থিত থাকার জন্য কোনো অজুহাত হতে পারে না।
আদালত আরও বলেছে, লন্ডনের সঙ্গে ভিডিও লিংকে কথা বলার জন্য কোনো এ্যাটর্নি নিয়োগও সম্ভব নয়।

মেডিক্যাল রিপোর্ট অনুসারে কুলসুম নওয়াজকে আরও ছয়টি কেমোথেরাপি দিতে হবে। সেটা শেষ হয়ে গেছে। আদালতের নোটিশে বলা হয়েছে, তার ক্যান্সারও অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামীতে তাকে রেডিওথেরাপি নিতে হবে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়