শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা জোরদার চীনের

আসিফুজ্জামান পৃথিল : নিজেদের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের শক্তি বাড়াচ্ছে চীন। মনে করা হচ্ছে ভারতের কাছ থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় নিজেদের আকাশ সীমায় এই শক্তি বৃদ্ধি করছে দেশটি। স্প্রিং ফেস্টিভাল ছুটির সময় চীনের পিপলস লিবারেশন আর্মি কিছু ছবি প্রকাশ করে, যেখানে দেখা গেছে, চীনের পশ্চিমাঞ্চলের উচ্চ মালভূমি এলাকা দিয়ে জে-১০ বি জেট বিমান উড়ে যাচ্ছে। এই ছবি প্রকাশের পর চীনা সামরিক বিশেষজ্ঞরা ওই এলাকায় সামরিক শক্তি বৃদ্ধির কথা জানান।
পিএলএ ওয়েবসাইটের ইংরেজি ভার্সনে প্রকাশিত ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্প্রিং ফেস্টিভালের দুই দিন আগে ১৩ ফেব্রুয়ারি চীনের পশ্চিমাঞ্চলে একটি জে-১০ ফাইটার জেট এবং একটি জে-১১ ফাইটার জেট আকাশে প্রশিক্ষণ মহড়া চালাচ্ছে। জেট বিমানগুলো পিএলএ ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনস্থ বিমান বাহিনীর এভিয়েশান ব্রিগেডের অংশ।
ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড মূলত ভারতের সাথে লাগোয়া পাহাড়ি সীমান্ত এলাকায় যুদ্ধের জন্য দায়িত্বপ্রাপ্ত। চীনা সামরিক বিশেষজ্ঞ এবং টেলিভিশন ভাষ্যকার সোং ঝোংপিং গেøাবাল টাইমসকে মঙ্গলবার বলেন, এই পাহাড়ি এলাকায় চীনের আকাশশক্তি বৃদ্ধির বিষয়টি তাৎপর্যপূর্ণ।
সোং বলেন, ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের ৩.৫ প্রজন্মের ফাইটার জেটকে আরও শক্তিশালী করা অথবা আরও আধুনিক ফাইটার মোতায়েন করা পিএলএ’র জন্য জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, এই ধরণের আপগ্রেডেশন সাধারণত আগে দক্ষিণ ও পূর্ব থিয়েটার কমান্ডে করা হয়ে থাকে।
সোং বলেন, ভারতের তৃতীয় প্রজন্মের ফাইটার জেট রয়েছে, এই বিবেচনা থেকে বলা যায়, ৩.৫ প্রজন্মের এই জেটগুলো মোতায়েনের মাধ্যমে ভারতের যে কোন হুমকি মোকাবেলা করতে পারবে চীন। তিনি বলেন, ভারত নতুন জেট আমদানি করলে চীনও ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে তাদের ফাইটার জেটের আপগ্রেড অব্যাহত রাখবে।
চলতি বছরের স্প্রিং ফেস্টিভাল হলিডেতে পিএলএ তাদের প্রশিক্ষণ বন্ধ করেনি। পিএলএ ওয়েবসাইটে বলা হয়েছে যে, চীনের উত্তরপশ্চিমের গানসু প্রদেশের কিলিয়ান পার্বত্য এলাকায় প্রশিক্ষণ চালিয়েছে পিএলএ এয়ার ফোর্স। অন্যদিকে, চীনের পূর্বাঞ্চলের শ্যাংডং প্রদেশের জিয়াওডং উপদ্বীপ এলাকায় টহল দিয়েছে নেভি এভিয়েশান রেজিমেন্ট।
পিএলএ ওয়েবসাইটে সোমবার জানানো হয় যে, পিএলএ নেভির নর্থ চায়না সি ফ্লিট শনিবার ইয়েলো সাগরে প্রশিক্ষণ মহড়া চালিয়েছে।বহরের এক কর্মকর্তা জানান, স্প্রিং ফেস্টিভালের সময় জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য টহল, সাবমেরিন অ্যামবুশ, শত্রু যুদ্ধজাহাজে হামলা এবং মাইন পরিস্কার ও পাতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
উল্লেখ্য জে-১০ বি চীনের সর্বাধুনিক প্রযুক্তির মাল্টিরোল কমব্যাট ফাইটার। এর পরবর্তী সংস্করন জে-১০ সসি কেনার কথা আছে বাংলাদেশ বিমানবাহিনীর। -সাউথ এশিয়ান মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়