শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৪১ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলা হবে সিঙ্গাপুর: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলেই ভোলা বাংলাদেশের সিঙ্গাপুরে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার ভোলার বাংলা বাজার ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই আবার আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর।

তিনি বলেন, এই জেলায় গ্যাস রয়েছে, বিদ্যুৎ রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভোলায় শিল্পাঞ্চল গড়ে তোলা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলার সঙ্গে বরশিালের যোগাযোগ সুব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। ফিজিভিলিটির কাজ চলছে। সেই দিন বেশি দূরে নয়- ভোলা থেকে রাজধানীতে যেতে সময় লাগবে ৩-৪ ঘণ্টা।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি ৯৬ সালে ক্ষমতায় না আসতো তাহলে আমরা স্বাধীনতার চেতনার মূল্যবোধ পুনঃস্থাপন করতে পারতাম না। ২০০৯ সালে ক্ষমতায় এসে মানবতাবিরোধী, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের যদি কেউ ক্ষতি করে থাকে তা করেছেন জিয়াউর রহমান। আর বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিচার আদালত করেছেন, বর্তমান সরকার করেনি। তাই এ ব্যাপারে আমরা মন্তব্য করি না।

‘তবে বিএনপি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সাল থেকে শিক্ষা নিয়েছে। অরাজকতা করে কোনো লাভ নেই। এখন নির্বাচনের বছর। তাই দলটি এখন মানববন্ধন, গণঅনশনের মত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে’ যোগ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আদালতের বিচারেই খালেদা জিয়ার সাজা হয়েছে। এখানে আমাদের কিছুই করার নেই।’

এসময় তিনি বলেন, আগামী নিবার্চন অনুষ্ঠিত হবে বর্তমান ক্ষমতাসীল দলের অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। তাই যারা তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের স্বপ্ন দেখেন, সেটা যাতে ভুলে যান।

কলেজে অধ্যক্ষ আবুল কাশেমের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

সূত্র: পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়