শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৩৩ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলওয়ের উন্নয়নে এডিবির ৩৬ কোটি ডলার ঋণ অনুমোদন

সজিব খান: বাংলাদেশে রেলওয়ের চলমান সংস্কার কাজে নতুন ইঞ্জিন, বগি ক্রয় ও পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করতে ৩৬ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) পরিচালনা পর্ষদ।

বুধবার ব্যাংকটির জ্যেষ্ঠ পরিবহন বিশেষজ্ঞ সুনেয়ুকি সাকায়ি বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। তবে এ অর্থ শুধুমাত্র বাংলাদেশের রেলখাত আধুনিকায়নে এ অর্থ ব্যবহৃত হবে।

বিবৃতিতে তিনি বলেন, রেলওয়ের মাধ্যমে বাংলাদেশে কম খরচে এবং নিরপাদে পণ্য ও যাত্রী পরিবহনের সুযোগ সৃষ্টির ভালো সম্ভাবনা থাকলেও বিনিয়োগের অভাব এবং বাহনগুলো জরাজীর্ণ হওয়ার কারণে তা সম্ভব হয়নি। এডিবির রেলওয়ে রোলিং স্টক অপারেশনস ইম্প্রুভমেন্ট প্রোজেক্টের আওতায় নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি সংযোজন এবং পরিবেশবান্ধব কর্মপদ্ধতি প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কর্মদক্ষতা বাড়ানো সম্ভব হবে।

এ প্রকল্পের মোট ব্যয় ৪৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার। এর মধ্যে বাংলাদেশ সরকার ৯ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার খরচ বহন করছে । ২০২২ সালের জুন মাস নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নতুন অনুমোদন হওয়া ঋণে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে ৪০টি নতুন ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন), ১২৫টি লাগেজ ভ্যান এবং মালবাহী ট্রেনের জন্য এক হাজার ওয়াগন।

২০০৬ সালে প্রকল্পটি চালু করার পর এডিবি এ পর্যন্ত ২৮১ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশকে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়