শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০০ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি অবস্থা আরও ৩০দিন বাড়ালো মালদ্বীপ

[caption id="attachment_468149" align="alignnone" width="7000"] টি এম হুদা: মঙ্গলবার মালদ্বীপের সংসদ সদস্যরা জরুরি অবস্থা আরও ৩০দিনে বৃদ্ধির অনুমোদন দিয়েছে। গত সোমবার দেশটির পার্লামেন্ট অধিবেশনে বিরোধীদলের অনুপস্থিতিতে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন অনুমোদন চেয়ে বলেন, দেশের জাতীয় নিরাপত্তার হুমকি অনেক বেশি এবং সাংবিধানিক সংকটের এখনো কোন সমাধান হয় নি, তাই জরুরি অবস্থার সময়সীমা বাড়ানো ছাড়া কোন বিকল্প ছিল না। [/caption]

এদিকে প্রেসিডেন্ট ইয়ামিনের স্বৈরাচারী পদক্ষেপে সে দেশে যে সঙ্কট তৈরি হয়েছে, তার নিরসনে ভারতীয় হস্তক্ষেপ চেয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা বিরোধী নেতা নাশিদ। মালদ্বীপে সেনা পাঠানোর জন্য ভারতকে অনুরোধ করেছেন তিনি। এদিকে, নাশিদের অনুরোধ মেনে ভারত যদি সেনা পাঠায় মলদ্বীপে, তা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। সতর্কবার্তা দিয়েছিল বেইজিং। সেই বেইজিং এ বার নিজেই মালদ্বীপের খুব কাছাকাছি নৌবহর পাঠিয়ে দিল। এটাকে সাধারণ বিষয় হিসেবে দেখছেন না ভারতীয় বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে চলা মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ হিসেবে আখ্যা দিয়ে খারিজ করে নাশিদকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয় দেশটির সুপ্রিম কোর্ট। পরবর্তীতে, বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিনকে পদত্যাগের আহ্বান জানানো এবং অন্যথায় তাকে অভিশংসনেরও হুমকি দেয় দেশটির সর্বোচ্চ আদালত। মালদ্বীপের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আরেকজন বিচারক এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমকে সরকারের বিরোধিতা করার অভিযোগে গ্রেপ্তার করে ইয়ামিন প্রশাসন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে, গত ৫ ফেব্রুয়ারি থেকে ইয়েমিন ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন।এদিকে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়