শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৫৯ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্সফামের পর সেইভ দ্য চিলড্রেনের সাবেক প্রধানের নারী কেলেঙ্কারি ফাঁস

সাইদুর রহমান: আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ দাতব্য সংস্থা অক্সফামের শীর্ষ কর্মকর্তাদের যৌন কেলেঙ্কারি নিয়ে উত্তেজনার মধ্যে আরেক কেলেঙ্কারি ফাঁস হলো। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেইভ দ্য চিলড্রেনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে তিন নারী সহকর্মী অসদাচরণের অভিযোগ এনেছেন।

জাস্টিন ফরসাইথ নামে সাবেক ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তার তিন নারী সহকর্মীকে তাদের চেহারা ও পোশাক নিয়ে বিভিন্ন মন্তব্য সম্বলিত বার্তা পাঠিয়েছিলেন। এই অভিযোগ দায়েরের সময় ফরসাইথ সেইভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ছিলেন।

বিবিসি জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হলে ফরসাইথ বলেন, তিনি ওই তিন নারী কর্মীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। ইতিমধ্যে বৃটিশ এমপিরা এই দুই সংস্থাকে জিজ্ঞাসাবাদ করেছেন।

ফরসাইথ বলেছেন, তিনি তার নারী সহকর্মীদের সঙ্গে অযথাযথ ও চিন্তাভাবনাহীন আলোচনা চালিয়েছেন।

তিনি আরও বলেন, অভিযোগকারীদের সঙ্গে সমঝোতার মাধ্যমেই বিষয়টির সুরাহা হয়েছে। তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেন নি ওই নারীরা। বর্তমানে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের উপ নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ফরসাইথ। সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়