শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের হামলার মুখে পিছু হটল সিরিয়ার সরকারি বাহিনী

সাইদুর রহমান : তুরস্কের সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত এলাকা আফরিনে সিরিয়ার সরকারি বাহিনীর উপর হামলা চালিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। হামলার মুখে সিরিয় সেনারা পিছু হটতে বাধ্য হয়। তুর্কি সেনাবাহিনী সিরিয়ার যোদ্ধাদের সতর্ক করে গোলাবর্ষণ করে। এরপর ১০ কিলোমিটার পিছু হটে যায় বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

আনাদোলু জানিয়েছে, আফরিনে পৌঁছানোর আগেই তুর্কি বাহিনীর কামান থেকে গুলি ছুড়ে তাদের সতর্ক করা হয়। এতে আসাদ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আসাদ বাহিনীকে একটি চেকপয়েন্ট অতিক্রম করতে দেখা গেছে।

আনাদোলু আরও জানিয়েছে, আফরিনের দক্ষিণাঞ্চল নীল এবং জাহরা এলাকা দিয়ে সিরিয় বাহিনী ২০ সামরিক যান নিয়ে আফরিনের অভ্যন্তরে ঢুকতে শুরু করে। সামরিক যানের মধ্যে রসদবাহী ট্রাক, বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহনকারী গাড়িও রয়েছে।

এছাড়াও তুর্কি সেনাবাহিনী আফরিনে প্রবেশকারী সব ধরণের অপতৎপরতা পর্যবেক্ষণ করছে।

এদিকে সিরিয়ার সরকারপন্থি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার সরকারপন্থি যোদ্ধা ন্যাশনাল ডিফেন্স ফোর্স বা এনডিএফর অবস্থানে তুরস্কের সেনারা কামান ও মর্টারের গোলাবর্ষণ করে।

এ বিষয়ে কুর্দি বিদ্রোহীদের সংগঠন ওয়াইপিজির পক্ষ থেকে বলা হয়, তাদের সমর্থন দিতে আফরিনে আসাদ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সূত্র : আনাদোলু এজেন্সি, ইয়েনি সাফাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়