শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:১৮ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকল্প নেতৃত্ব গড়ে না উঠায় ৭ ধারা বাতিল করেছে বিএনপি

আশিক রহমান : রাজনীতিতে নৈতিকতা নিয়ে কেউ মাথা ঘামায় বলে মনে হয় না। গণতন্ত্র যার যার সুবিধা অনুযায়ী ব্যবহার করা হয়। অ্যাবস্যুলেট গণতন্ত্র কোথাও নেই। বিএনপিতে বিকল্প নেতৃত্ব গড়ে উঠেনি। গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করা ছাড়া দলটির কোনো উপায়ও ছিল না। রাজনৈতিক বিশ্লেষকেরা আরও বলেন, পরিবারতন্ত্রের একটা ব্যাপারও রয়েছে এখানে। দলের মধ্যে কেউ কাউকে মানে না। ৭ ধারা বাতিল তাদের কাছে মন্দের ভালো বলেও মনে করেন তারা।  রাজনৈতিক বিশ্লেষক ওয়ালিউর রহমান এ প্রসঙ্গে বলেন, বিএনপি তার গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে, এতে আমি মোটেও অবাক হইনি।
বরং এরকম একটি দল থেকে এমনটিই আশা করি আমি। ৭ ধারা বাতিলের মধ্যদিয়ে বিএনপি প্রমাণ করল তাদের মধ্যে যে গণতান্ত্রিক দেউলিয়াপনা রয়েছে তা আরও বেশি করে উন্মোচিত হলো। তিনি বলেন, বিএনপিতে গণতান্ত্রিক ধারা কোনোদিনই ছিল না, ছিল মুখোশ পড়া। মুখোশ পড়ে এতদিন দেশের সঙ্গে ভাওতাভাজি করেছে বিএনপি। তিনি আরও বলেন, যেকোনো রাজনৈতিক দলের একটা সুনির্দিষ্ট আদর্শ থাকে। সেখানে দেশের মৌলিক আদর্শগুলোই প্রতিষ্ঠিত হয়। যেহেতু বিএনপি সত্যিকারের রাজনৈতিক দল নয়, ক্যান্টনমেন্ট থেকে সৃষ্ট দল, ফলে সেখানে দেশের সংবিধান, মুক্তিযুদ্ধের আদর্শ কোনো কিছুই স্থান পায়নি। ভবিষ্যতে স্থান পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে।

গবেষক ও রাজনৈতিক ভাষ্যকার মহিউদ্দিন আহমদ বলেন, রাজনীতিতে অনেকেই রয়েছেন যাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। অনেকের বিরুদ্ধেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে, আছে মামলাও। তারেক রহমানের গ্রহণযোগ্যতা নিয়েও বিএনপির অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে। কিন্তু মুশকিল হচ্ছে দলটিতে বিকল্প নেতৃত্ব নেই। বিকল্প নেতৃত্ব গড়ে না উঠায় গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে বিএনপি। তিনি বলেন, জিয়া পরিবারের বাইরের যেসব নেতা রয়েছেন বিএনপিতে, তারা তো একজন আরেকজনকে মানবেন না। ঐক্যমতেও সমস্যা রয়েছে দলটিতে। দল টিকিয়ে রাখতে হলে জিয়া পরিবারের বাইরে বিএনপি যেতে পারবে না। পরিবারতন্ত্রকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যার বাইরে তারা চিন্তাই করতে পারে না।

মহিউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেখেছে গঠনতন্ত্রের এই ধারা (৭ ধারা) পরিবর্তন না করলে দল টিকানো যাবে না। এই পরিবর্তনের কোনো বিরোধীতাও দলটির কেউ করছে না। তারা যদি মনে করে ৭ ধারা বাতিলের সিদ্ধান্ত সঠিক তাহলে বাইরে থেকে আমাদের বলার কিছু নেই। তিনি বলেন, যারা বিএনপি কর্মী-সমর্থক তারা তো দলটিকে সমর্থন করেই যাবে। অনেকেই বলছেন যে, সাংগঠনিকভাবে বিএনপি একজন ফেরারি আসামীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে, যা প্রধানমন্ত্রীও বলেছেন। কিন্তু বিএনপি তো আওয়ামী লীগের ভোটে জিতবে না। একটি সুষ্ঠু নির্বাচন হলে ভোটারেরা কাকে ভোট দিবে, কাকে জয়ী করবে আগে থেকে বলা মুশকিল। চূড়ান্ত বিচারটা আসলে নির্বাচনেই হবে, তবে সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়