শিরোনাম

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বঙ্গবন্ধু ২৩ একর জমি গণস্বাস্থ্যকে দিয়েছেন এটা কি ক্ষমতার অপব্যবহার ছিল’ : ডা. জাফরুল্লাহ চৌধুরী

খন্দকার আলমগীর হোসেন : শেখ মুজিবুর রহমান ২৩ একর জমি গণস্বাস্থ্য ট্রাস্টকে দিয়েছিলেন। এটি কি ক্ষমতার অপব্যবহার ছিল। পুলিশের টিয়ার শেলে দৃষ্টি হারানো সিদ্দিকুর রহমানকে বিদেশে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। এটি নিয়ে কোনো কথা উঠেছে? ওঠেনি, বরং সবাই বলেছেন, প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া যেহেতু বর্তমানে জেলে আছেন তার সম্পূর্ণ দায়িত্বটি এসে পড়েছে স্থায়ী কমিটির ১০ জনের মধ্যে। যাদের পুলিশ গ্রেফতার করেনি তাদের উপর। খালেদা জিয়া যে নির্দেশ দিয়ে গেছেন, তাদের সঠিকভাবে তা পালন করতে হবে। তিনি বলেন, ৭ ফেব্রুয়ারি খালেদা জিয়া বলেছিলেন তার রায়ের পরে কীভাবে চলতে হবে। কোর্টেও থাকতে হবে এবং রাজপথেও থাকতে হবে। নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে। প্রতিটি জেলায় স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে।

তিনি আরও বলেন, এই দিন দিন নয়, দিন আরো আছে। খালেদা জিয়া বলেছেন, প্রতিহিংসা নয়। আমাদের শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতে হবে। তাই আমাদের স্ট্যান্ডিং কমিটির লোকদের ঢাকা শহরে না থেকে বিভিন্ন জেলায় গিয়ে সম্মেলন করা উচিত বলে আমি মনে করি। সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী

  • সর্বশেষ
  • জনপ্রিয়