শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:১১ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে গড়ে দুই সপ্তাহে বিলুপ্ত হয় একটি ভাষা (ভিডিও)

সজিব খান: আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা-ইউনেসকো তাদের ওয়েবসাইটে এক নিবন্ধে জানিয়েছে যে, আমাদের বিশ্বে প্রতি দুই সপ্তাহে  গড়ে একটি করে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর বিলুপ্ত হওয়ার ভাষার সাথে হারিয়ে যাচ্ছে তার সাথে সম্পৃক্ত পুরো একটি  সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য।

মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে গিয়ে ফ্রান্সের সাবেক মন্ত্রী অ্যাজুলেই কালো মানুষের নেতা নেলসন ম্যান্ডেলার একটি উক্তি উল্লেখ করেন তার বার্তায়।

ম্যান্ডেলা বলেছিলেন, “যখন আপনি কোনো ভাষায় কাউকে কিছু বলেন, তা তার মস্তিস্কে পৌঁছায়, সে তা বুঝতে পারে। কিন্তু যখন তার নিজের ভাষায় বলেন, তখন তা তার হৃদয়ে পৌঁছায়।”

প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে সংস্থাটি। সংস্থাটির এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘ভাষার ভিত্তিতে বৈষম্য নয়’। মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষার অস্তিত্বের প্রতি সম্মান জানাবে সংস্থাটি।

দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে ফ্রান্সের প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সংস্থাটি প্যারিসে সংস্থার সদর দপ্তরে  ‘আমাদের ভাষা, আমাদের সম্পদ’ শীর্ষক এক বিতর্কেরও আয়োজন করেছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

মূলত টেকসই উন্নয়নের অংশ হিসেবে ভাষাগত বৈচিত্র্য ও বহু ভাষার চর্চার প্রসারের গুরুত্ব তুলে ধরতে এই দিনটিকে বেছে নিয়েছে ইউনেসকো।

সূত্র: কালের কণ্ঠ, বিডিনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়