শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:২০ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়, ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি

 

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপের সিনাবাং পর্বতের আগ্নেয়গিরির অগ্ন্যুত্‍পাত ক্রমশ বাড়ছে। আশপাশে বিমান চলাচলের ওপর সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি আগ্নেয়গিরিটির অগ্ন্যুত্‍পাতে সাত কিলোমিটার উচ্চতায় ছাই ছড়িয়ে পড়েছে, যা এ বছরের সর্বোচ্চ।

রাজধানী জাকার্তা থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত আগ্নেয়গিরিটির আশপাশে নিয়মিত অগ্ন্যুত্‍পাতের ঘটনা ঘটায় এখানে প্রায়ই সতকর্তা জারি করা হয়।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের শহর ডারউইনের মেটিওরোলজি ব্যুরোর ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভিএসিসি) সোমবারই একটি মানচিত্র প্রকাশ করে। মানচিত্রটিতে দেখা যায়, সিনাবাং থেকে উত্তর, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে ছাই ছড়িয়ে পড়ছে।

ইন্দোনেশিয়ার ভলকানো অবজারভেটরি নোটিস ফর এভিয়েশন (ভোনাকে) লাল সতর্কতা অর্থাত্‍ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। অবজারভেটরি জানিয়েছে ছাই-মেঘ ২৩ হাজার ৮৭২ ফুট (৭ হাজার ২৭৬ মিটার) উঁচুতে উঠতে পারে।

মেদানের কুয়ালানামু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিনাবাং। আচেহ প্রদেশের কুটাকানে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে হাওয়া অন্য দিকে বওয়ায়, কুয়ালানামু, মেউলাবোহ ও সিলানগিট বিমানবন্দরগুলিতে এখনও বিমান উড়ান পরিষেবা স্বাভাবিক।

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরওয়ো নুগরোহো বলেন, সোমবার সকালে অগ্ন্যুত্‍পাত শুরু হয়। একই সঙ্গে আশপাশের কয়েকটি গ্রামে বেশ কয়েকটি ভূমিকম্প ও শিলাবৃষ্টি শুরু হয়। এক বিবৃতিতে তিনি বলেন, পাঁচটি জেলা বিদ্যুত্‍ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেসব জায়গায় দৃশ্যমানতা দাঁড়ায় মাত্র পাঁচ মিটার।

তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংস্থাটি সাধারণ মানুষকে আগ্নেয়গিরি থেকে অন্তত সাত কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া বন্যার ব্যাপারেও সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: ডেইলি হান্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়