শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫১ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে সর্বোচ্চ কাঠের টাওয়ার নির্মাণ করবে জাপান

আশরাফ: জাপান ২০৪১ সালের মধ্যে বিশ্বে সর্বোচ্চ কাঠের টাওয়ার নির্মাণ করার পরিকল্পনা করেছে। টাওয়ারটির নির্মাণের কাজটি করবে জাপানের প্রভাবশালী ‘সুমিতোমো কর্পোরেশন’।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ২০৪১ সালে তাদের ৩৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ডবিøউ-৩৫০ নামেই টাওয়ারটি তৈরী করা হবে এবং তা ২০৪১ খুলে দেয়া হবে। সালে সর্বোচ্চ কাঠের টাওয়ারটির উচ্চতা হবে ৩৫০ মিটার। যার অভ্যন্তরে থাকবে অন্তত ৮,০০০ বাসা যার বেলকোনিগুলো হবে বিভিন্ন প্রজাতির ফুলগাছ দিয়ে সাজানো।

টোকিও’র মধ্যে এটিই হবে সবচেয়ে গভীর টাওয়ার। যার গভীরতা হবে ৩৫০মিটার (১১৫০ফিট) এবং টাওয়ারটির প্রবেশদ্বার হবে দুই দিকে। নির্মাণাধীন গগনচুম্বি টাওয়ারটির ব্যয় ধরা হয়েছে ৬০০ বিলিয়ন ইয়েন, যা দিয়ে অনুরুপ আরো দ্্্্্্্্ুইটি কংক্রিটের টাওয়ার নির্মান করা যাবে।
টাওয়ারটি হবে ৭০তলা বিশিষ্ট এবং এর ১০ভাগ নির্মাণ করা হবে স্টিল দিয়ে আর বাকি অংশদেশিয় কাঠ দিয়ে। এর জন্য ব্যয় হবে প্রায় ১৪০হাজার কিউবিক কাঠ।
উল্লেখ্য, এটি বিশ্বের কাঠের ভবন তৈরীর প্রথম ধারণা নয়। জাপান সরকার ভবন নির্মাণে কাঠের ব্যবহার কমাতে ২০১০সালে একটি আইন পাশ করে।যেখানে দেশটিতে তিন তলারবেশি উচু ভবন তৈরীতে কাঠ ব্যবহার করা যাবে না। কাঠের তৈরী ভবন বিশ্বের আরও অনেক জায়গায়দেখা যায়। মিনেপোলিসে ১৮ তলা বিশিষ্ট ভবন রয়েছে যার সম্পূর্ণই কাঠের তৈরী। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়