শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৫০ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণ চোরাচালানের অভিযোগে ২ নারী যাত্রীসহ আটক ৪

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক ঘটনায় প্রায় এক কোটি টাকা সমমূল্যের এক কেজি ৮৯৫ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস ও শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতর। এ ঘটনায় ২ নারীসহ ৪ যাত্রীকে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের ডিসি অথেলো চৌধূরী জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ৬ ও ৭ নম্বর বের্ডিং ব্রিজের মাঝে অবস্থিত বাথরুমের ময়লার ঝুড়ি থেকে এক কেজি ওজনের ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এগুলো সাদা স্কচটেপে মোড়ানো ছিল। ৫০ লাখ টাকা মূল্যের এসব স্বর্ণবার চোরাচালান কারীরা কাস্টমস কর্তৃপক্ষের তৎপরতার কারণে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, মঙ্গলবার বিকালের দিকে ৪৫ লাখ টাকা মূল্যের ৮৯৫ গ্রাম ওজনের ৯টি স্বর্ণবারসহ দুই নারীসহ চারজন যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন ডালিয়া, আফরোজা, সরোয়ার ও বিপ্লব। ডালিয়া আফরোজা আপন দুই বোন। আটককৃতরা মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে আরএক্স ৭৮৭ নম্বর ফ্লাইটে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পরে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদকালে স্বর্ণের বারগুলো দুই বোনের অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একই বিমানের আরো দুই পুরুষ যাত্রীকে আটক করা হয়। তারাই উদ্ধার হওয়া স্বর্ণের মালিক।

জিজ্ঞাসাবাদে দুই বোন জানিয়েছেন, আকাশপথে এই স্বর্ণ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরুষ যাত্রীরা তাদের দেখভাল করার দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়