শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৫ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ আ.লীগ নেতাদের

আশিক রহমান : দেশে আগাম নির্বাচনের যে সম্ভাবনার কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, এমনিতেই নির্বাচনের আর বেশিদিন নেই, এর মধ্যে আগাম নির্বাচনের প্রশ্ন আসে কী করে, সময় কোথায়? আগাম নির্বাচনের সময় পার হয়ে গেছে। বছর দুয়েক আগে হলেও এমন সম্ভাবনার যুক্তি থাকত। জাতীয় পার্টির চেয়ারম্যান হয়তো গণমাধ্যমে ‘হেডলাইন’ হওয়ার জন্য এমনটি বলে থাকতে পারেন। আগাম নয়, সংবিধান অনুযায়ী যথাসময়ই আগামী জাতীয় নির্বাচন হবে।

 

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। ক্ষমতার পূর্ণ মেয়াদ শেষ হলে এ বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে। এই সময়ে আমরা উন্নয়নমূলক কাজগুলো করব। সরকার কি কি কাজ করেছে তা নিয়ে জনগণের কাছে যাব। তিনি বলেন, বিএনপিকে নির্বাচন নিয়ে আসা আওয়ামী লীগের চ্যালেঞ্জ হতে যাবে কেন? সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। রাজনৈতিক দলসহ দেশের ১৬ কোটি মানুষ, যারা নির্বাচন করার যোগ্যতা রাখেন সবারই নির্বাচন করার অধিকার রয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসবে। আওয়ামী লীগের দায়িত্ব আওয়ামী লীগ নির্বাচনে নিয়ে আসা। প্রস্তুত করা। সেটা আমরা করছি। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সংবিধান তাদেরকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব অবাধ, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা, সেখানে সরকার তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে।

 

প্রায় একই কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, এই মুহূর্তে দেশে আগাম নির্বাচনের কোনো প্রয়োজন নেই। দেশ ভালো আছে, রাজনীতিও স্থিতিশীল রয়েছে। কখনো কখনো বিশেষ কারণে আগাম নির্বাচন দিতে হয় রাষ্ট্রক্ষমতায় থাকা সরকারকে, কিন্তু এ ধরনের কোনো পরিস্থিতি এখনো এখানে তৈরি হয়নি। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি, আসবে না এ ব্যাপারে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তবে আমরা চাই সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তিনি আরও বলেন, খালেদা জিয়া কারাভোগ করছেন রাজনৈতিক কারণে নয়, স্পষ্টতই একটি দুর্নীতি মামলার রায়ে সাজাপ্রাপ্ত হয়ে। এখন তিনি মুক্ত হলেন কি হলেন না, নির্বাচন করলেন কি করলেন না এর সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আশা করি বিএনপিসহ সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন বিএনপি যদি মনে করেন বেগম জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না, সেটা তাদের ব্যাপার।

 

তবে আগাম নির্বাচন সম্ভাবনাকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। দলটি বলছে, বিএনপিকে নিয়ে নতুন কোনো চক্রান্তের অংশই হয়তো হঠাৎ করা জাতীয় পার্টির চেয়ারম্যানের এ মন্তব্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবু রহমান (অব.) এ বিষয়ে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। হতেই পারে, রাজনীতিতে এমনটি হয়েই থাকে। কিন্তু বিএনপিকে ভাঙার চক্রান্তে কেউ খুব একটা সুবিধা করতে পারবে বলে হয় না। আগাম নির্বাচন দিয়ে যদি বিএনপিকে ভাঙার কথা কেউ ভাবে তা আসলে ভ্রান্ত ধারণা। বিএনপি ঐকবদ্ধ আছে। নির্বাচনেও যাবে, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ সৃষ্টি হয়। তিনি বলেন, চেয়ারপারসনের কারামুক্তির জন্য আমরা আইনি লড়াইয়ে আছি, আইনজীবীরা লড়ছেন। এ রায় নিয়ে আমরা উচ্চ আদালতে যাব। জামিনেরও আশা করছি। জামিনের মধ্যদিয়ে বেরিয়ে এসে নিশ্চয়ই নির্বাচনও করতে পারবেন দেশনেত্রী। তাকে নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। নির্বাচন আমরা চাই। নির্বাচন ছাড়া তো সমস্যার সমাধান হতে পারে না কোনো গণতান্ত্রিক দেশে। তাই নির্বাচন হতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়