শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫০ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪২ রানের টার্গেটে ৯৫ রানেই শেষ জিম্বাবুয়ে

ডেস্ক রিপোর্ট : পঞ্চম ওয়ানডেতে আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৯৫ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। আফগানিস্তান জয় পেয়েছে ১৪৬ রানের বড় ব্যবধানে। তাতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে তারা জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান : ২৪১/৯ (৫০ ওভারে)
জিম্বাবুয়ে : ৯৫/১০ (৩২.১ ওভারে)
ফল : আফগানিস্তান ১৪৬ রানে জয়ী।
জিম্বাবুয়ের উইকেট পতন : ১-১৭, ২-২৬, ৩-৭২, ৪-৭৬, ৫-৭৭, ৬-৭৭, ৭-৯৫, ৮-৯৫, ৯-৯৫, ১০-৯৫।

সোমবার শারজাহতে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে। ১১ জনের মধ্যে মাত্র চারজন দুই অঙ্কের কোটা ছুঁতে পারেন। তাদের মধ্যে জাভেদ আহমাদি ৭৬, রহমত শাহ ৫৯, রশিদ খান ৪৩ ও শরাফুদ্দিন আশরাফ ২১ রান করেন। তাতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

বল হাতে জিম্বাবুয়ের চাতারা, মুজারাবানি ও সিকান্দার রাজা ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ক্রেমার ও চিসোরো।

২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ৮ জন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। তাদের মধ্যে চারজন শূন্যরানে আউট হয়েছেন। একজন শূন্যরানে অপরাজিত ছিলেন। এই আটজনের সংখ্যাগুলো- ৭, ১, ০, ০, ৮, ০*, ০, ০। ঠিক যেন টেলিফোন নম্বর।

৭৫ বল খেলে সর্বোচ্চ ৩৪ রান করেন ক্রেইগ আরভিন। ২৭ রান করেন টেইলর। আর ১১টি রান আসে মুসাকান্দার ব্যাট থেকে। বাকিদের স্কোর- মাসাকাদজা ৭, রাজা ১, ওয়ালার ০, মিরে ০, ক্রেমার ৮, চিসোরো ০*, চাতারা ০ ও মুজারাবানি ০।

তাতে ৩২.১ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে যায় আফ্রিকান দেশটি। আফগানরা জয় পায় ১৪৬ রানে।

বল হাতে আফগানিস্তানের রশিদ খান ৫.১ ওভারে ১ মেডেনসহ ১৩ রান দিয়ে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নেন শরাফুদ্দিন আশরাফ ও মোহাম্মদ নবী। ১টি করে উইকেট নেন মুজিব উর রহমান ও শাপুর জাদরান। সূত্র : রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়