শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৮ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র বিক্রিতে আরও শক্তিশালী যাচাই ব্যবস্থায় সমর্থন ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট : অস্ত্র বিক্রির আগে ক্রেতার অতীত যাচাইয়ের জন্য আরও কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে ট্রাম্প রিপাবলিকান সিনেটর জন কর্নিনের সঙ্গে কথা বলেছেন। কর্নিন এর আগে ক্ষুদ্র অস্ত্রের বিক্রি নিয়ন্ত্রণের জন্য একটি বিল উত্থাপন করেছিলেন। ওই বিলটির বিষয়বস্তু নিয়ে তার সঙ্গে আলাপ করেছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প২০১৭ সালে কর্নিন কর্তৃক উত্থাপিত বিলটিতে প্রস্তাব করা হয়েছিল, ব্যক্তিগতভাবে যারা অস্ত্র কেনে তাদের অতীত আরও নিবিড়ভাবে নিরীক্ষা করা উচিত।

ট্রাম্প বরাবরই নাগরিকদের অস্ত্র হাতে রাখার পক্ষপাতী। তবে ফ্লোরিডার স্কুলে এক বন্দুকধারীর বৈধ অস্ত্রের গুলিতে ১৭ জন নিহতের পর দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এর প্রেক্ষিতেই শেষ পর্যন্ত এ ইস্যুতে সুর নরম করলেন ট্রাম্প।

হোয়াট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সোমবার বলেছেন, কেন্দ্রীয় সরকারের অতীত যাচাই ব্যবস্থা আরও উন্নত করতে যে আলোচনা ও পুনর্বিবেচনা চলছে তার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আছে।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্ট্যান্ট ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক সিস্টেম’ (এনআইসিএস) বর্তমানে অপরাধে অভিযুক্ত বা মানসিক ভারসাম্যহীনতার মতো বৈশিষ্ট্য রয়েছে, এমন ব্যক্তিদের অস্ত্র কেনার অনুমতি না দেওয়ার ব্যাপারে প্রাদেশিক ও কেন্দ্রীয় কর্মকর্তাদের প্রতিবেদনের ওপর ভরসা করে। তবে বিদ্যমান এই নিয়মের ব্যর্থতা সামনে আসে যখন বিমানবাহিনী স্বীকার করে যে, তারা গুলি করে ২৬ জনকে মেরে ফেলা একজন হত্যাকারীকে আগে থেকে চিহ্নিত করতে পারেনি। এ ঘটনার পরই কর্নিন ও ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি ব্যক্তিগত অস্ত্র কেনার ক্ষেত্রে আরও কার্যকর যাচাই ব্যবস্থার প্রস্তাব করে বিল উত্থাপন করেছিলেন। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়