শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৭ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারুল হিকমাহ একাডেমীর আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারী উদযাপন

ইসমাইল হোসেন স্বপন.ইতালি থেকে : ১৮ ডিসেম্বর ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদের স্বার্বিক তত্ত্বাবধানে "দারুল হিকমাহ একাডেমীর আয়োজনে দিনব্যাপী উদযাপিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারী।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা  আরম্ভ হয়।

একাডেমীর ছাত্র/ছাত্রীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে ছোট্র একটি বাংলাদেশের রুপ ফুটে ওঠে।

অনুষ্ঠানকে তিনটি পর্যায় বিভক্ত করেন। প্রথমে সমবেত কন্ঠে  ইসলামিক সংগীত পরিবেশিত হয় এক ঝাঁক ছাত্রীদের সাবলীল উপস্হাপনায়।

ইসলামিক গজল,সংগীত এবং কোরআন তেলাওয়াত পরিবেশন করেন একাডেমীর ছাত্রছাত্রীরা। অত্যান্ত প্রাণবন্ত ও সাবলীলভাবে অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমীর ভাই প্রিন্সিপাল রেজাাউল করিম।

সভায় সভাপতিত্ব করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদ এর সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম, বিশেষ অতিথি মাওলানা জোনাইদ সোবহান, জনতা ব্যাংকচেঞ্জ মিলান শাখার ম্যানেজার মিজানুর রহমান!

মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন জনতা ব্যাংক ম্যানেজার মিজানুর রহমান,সাংবাদিক তুহিন মাহামুূদ।

ছোট ছোট কোমলমতি শিশুদের মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ,ইসলামিক পরিবেশে জীবন গঠনের লক্ষে ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি দৃষ্ট আকর্ষণ করে বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক মাওলানা জোনাই সোবহান,একাডেমীর শিক্ষক আবু নাসের বাহার, আবু রাশেদ আরও অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও স্হানকারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। ভাষা সৈনিক শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রীতিভোজে অংশ নেন আগত সকলে।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়