শিরোনাম

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৮ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ বছর আগেই নওয়াজের সম্পদ ছিল ৫৮ মিলিয়ন রুপি : আদালতকে এনএবি

ইমরুল শাহেদ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার পরিবারের ৫৮ মিলিয়ন রুপির সম্পদ রয়েছে বলে ১৮ বছর আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। পাকিস্তানের ন্যাশনাল এ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) রোববার এ তথ্য জানিয়েছে আদালতকে।

গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ৬৮ বছর বয়সী নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার পরও তার বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা দায়ের করেছে এনএবি। এর মধ্যে রয়েছে এভেনফিল্ড প্রোপার্টিজ, আজিজিয়া এ্যান্ড হিল এসটাবলিস্টমেন্ট এবং ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্টস।

এনএবি জানিয়েছে, ২০০০-০১ অর্থ বছরে ঘোষিত টেক্স রেকর্ড অনুসারে তাদের সম্পদের পরিমাণ ছিল ৫ কোটি ০৯ লাখ ৪০ হাজার ৮৭০ রুপি এবং ৬৪ হাজার নয়শ’ ৮৪ ডলার। পাকিস্তানের একটি দৈনিক এ তথ্য প্রকাশ করেছে। দৈনিকটি জানিয়েছে, ‘এনএবি ে চয়ারম্যান বলেছেন হিল মেটাল এসটাবলিশমেন্টের মতো আল-আজিজিয়া স্টিল মিলসও নওয়াজ শরীফের। কিন্তু মামলা যা হয়েছে তার সঙ্গে তার মূল আয়ের সঙ্গতিহীন।’

এসব মামলায় আদালতকে যে অতিরিক্ত তথ্য সরবরাহ করা হয়েছে তা নিয়ে এনএবি বলেছে, হোসেইন নওয়াজ ও হাসান নওয়াজ পরোক্ষভাবে সম্পদ অর্জনে নওয়াজ শরীফকে সহায়তা করেছেন। আল-আজিজিয়া এবং হিল মেটাল সম্পর্কে অতিরিক্ত তথ্যে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তা বস্তুগত তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে সার্টিফায়েড ব্যাংকিং রেকর্ড এবং হিল মেটাল এসটাবলিস্টমেন্ট থেকে বিভিন্ন ব্যক্তিকে যে অর্থ পাঠানো হয়েছে তার রেকর্ডপত্র।

বর্তমানে এ্যাকাউন্টিবিলিটি কোর্টের বিচারপতি মুহাম্মদ বশির এভেনফিল্ড সম্পত্তি নিয়ে সাক্ষ্য গ্রহণ করছেন। আগামী ২২ ফেব্রুয়ারি দুই জন বিদেশী নাগরিক ভিডিও লিংকের মাধ্যমে সাক্ষ্য দিবেন। সূত্র : ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়