শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির দায়িত্ব কে নিল তা নিয়ে প্রধানমন্ত্রী এতো চিন্তিত কেন? (ভিডিও)

শাহানুজ্জামান টিটু: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, বিএনপির দায়িত্ব কে নিল তা নিয়ে প্রধানমন্ত্রী এতো চিন্তিত কেন?

সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যলয়ে এ প্রশ্ন রাখেন।

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বিএনপি ও আমাদের চেয়ারপারসন নিয়ে মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সরকার বিএনপিকে ভয় পায় বলেই এই মিথ্যাচার করছে।
তিনি বলেন মামলার কপি হাত পাওয়ায় আজই খালেদা জিয়ার জামিনের জন্য আদালতে আপিল করা হবে।

এর আগে মহাসচিব বৃহত্তর ঢাকা বিএনপির নেতৃবন্দের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন। সভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও জাল নথি’র মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদ এবং নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারী ঢাকায় সমাবেশ সফল করতে নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান, আব্দুল হাই, লুৎফর রহমান খান আজাদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদিন, সমাজ কল্যান বিষয়ক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মোহা: সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: গিয়াস উদ্দিন, মো: মজিবুর রহমান, মো: তমিজ উদ্দিন, আজহারুল ইসলাম মান্নান, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপি’র সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, মানিকগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাভার উপজেলা চেয়ারম্যান মো: কফিল উদ্দিন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়