শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৮ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মান রাজনীতিতে নিজের উত্তরসূরী নির্বাচিত করলেন মের্কেল

লিহান লিমা: জার্মানিতে গত ১ যুগ ধরে দেশের জনগণের বিশ্বাস ও ভরসার প্রতীক হয়ে আছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। রোববার সারল্যান্ডের স্টেট প্রিমিয়ার ‘অ্যানিগ্রেত ক্রেম্প কেরেনবুচার’কে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি-সিডিইউ’র পরবর্তী মহাসচিব হিসেবে মনোনায়ন দিলেন মের্কেল।

এর আগে স্বাস্থ্যগত কারণে দলটির মহাসচিব পিটার টাবুর পদত্যাগ করেন। পদ ছেড়ে দেওয়ার পর টাবুর বলেন, ‘সময় এখন নতুন প্রজন্মের, আরো তরুণ, আরো নারী নেতৃত্ব ও বৈচিত্রের (অভিবাসী)।’ তাই ক্রেম্প দলের মহাসচিবের দায়িত্ব নেয়ার পরপরই এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, মের্কেলের পর এই তরুণীই ডান-পন্থী দলটির দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিবেন। অর্থাৎ সোনালি চুলের এই তরুণীই হতে যাচ্ছেন ধৈর্য, স্থিরতা ও স্থিতিশীলতার প্রতিক মের্কেলের সম্ভাব্য উত্তরসূরী। কারণ সিডিইউ দলের প্রধান ও চ্যান্সেলর হওয়ার আগে মের্কেলও এই দলটির মহাসচিব হিসেবেই দায়িত্ব পালন করেছেন।

৫৫ বছরের ক্রেম্প জার্মানির নারী গর্ভনরদের মধ্যে চতুর্থ এবং সারল্যান্ডের প্রথম নারী সরকারপ্রধান হিসেবে ২০১১ সাল থেকে ‘প্রিমিয়ার অব সারল্যান্ড’ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে সারল্যান্ডের সাধারণ নির্বাচানে সিডিইউকে জেতাতে মূল ভূমিকা ছিলো মের্কেলের এই ঘনিষ্ঠ মিত্রের। এছাড়া রক্ষণশীল দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আালোচনার খেলোয়াড় তিনিই ছিলেন। তবে ‘একেকে’ খ্যাত ক্রেম্প এখন দেশটির পার্লামেন্টের সদস্য না হওয়ায় জাতীয় রাজনীতিতে তার দায়িত্ব পালন নিয়ে কিছুটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। ডিডব্লিউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়