শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪০ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিগারেট ছাড়াতে খাঁচায় বন্দি মাথা – দৃশ্যটি দেখে অবাক শেবাগ

স্পোর্টস ডেস্ক : ধূমপান এমনই এক নেশা যা সহজে ছাড়া যায় না। আর এই নেশা ছাড়তেই নিজের মাথাকে খাঁচায় বন্দি করলেন এক ব্যক্তি। আর সেই কীর্তি দেখে হতবাক ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।

রোববার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন শেবাগ। যেখানে দেখা যাচ্ছে, মাথায় তারের খাঁচা চাপিয়ে বসে আছেন এক ব্যক্তি। ধূমপান ছাড়ার উদ্দেশ্যেই ব্যক্তির এই কীর্তি। কিন্তু সত্যিই কি ওই ব্যক্তি এরকম কাজ করেছিলেন? নাকি মশকরা করে কেউ কোনও ভুয়া ছবি ছড়িয়েছে? যার ফাঁদে পড়েছেন খোদ শেহবাগও!

জানা যাচ্ছে, এ কোনও ভুয়া ছবি নয়। বরং সত্যিই তুরস্কের এই ব্যক্তি অভিনব পন্থা নিয়েছিলেন। ভদ্রলোকের নাম ইব্রাহিম ইউসেল। মনের জোরেই নাকি ধূমপান ছাড়া যায়। কিন্তু নিজের উপর সে ভরসা ছিল না ইব্রাহিমের। ফলত এই বিকল্প ব্যবস্থা।

মাথার সাইজের একটি তারের খাঁচা বানিয়ে ফেলেন তিনি। সেটিই হেলমেটের মতো চাপিয়ে নেন। ওপরে তালা দেওয়ার ব্যবস্থা আছে। চাবিটি থাকছে স্ত্রী নয়, কন্যার কাছে। পানিপান করছেন স্ট্র দিয়েই। আর খাবার খাওয়ার জন্য পরিবারের সদস্যরাই তালা খুলে দিচ্ছেন। দেখতে একটু খারাপ লাগলেও, সিগারেট ছাড়ার আর কোনও উপায় খুঁজে পাননি তিনি।

বেশ কিছুদিন আগেই এ কাজ করেছিলেন তিনি। সম্প্রতি তা নিয়ে ফের শোরগোল পড়ে নেটদুনিয়ায়। নজরে আসে শেবাগেরও। সেই ছবি টুইট করে তিনি লিখেছেন, একেই বলে অনুশাসনের মাত্রা। সিগারেট ছাড়ার জন্য যা দরকার তাই করতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়