শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিএনপি শান্তিতে বিশ্বাসী, শান্তিপূর্ণ কর্মসূচি করছে এবং করবে’ : লে. জে. (অব.) মাহবুবুর রহমান

কায়েস চৌধুরী : বিএনপি শান্তিতে বিশ্বাস করে। তাই আমরা শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি করছি এবং করবো। প্রতিবাদ, সভা-সমাবেশসহ বিএনপি যেসব আন্দোলন করছে এগুলো সবই শান্তিপূর্ণ। এর মধ্যে কোনো সংঘাত নেই, কর্মীরা শান্তিপূর্ণভাবেই অবস্থান নিচ্ছে, শান্তিপূর্ণভাবেই কথা বলছে। এখানে কেউ অস্ত্র ব্যবহার করছে না, সহিংসতায়ও যাচ্ছে না। প্রত্যেকটা মানুষেরই শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার আছে। এটা সবারই গণতান্ত্রিক অধিকার। সুতরাং এগুলোতে সরকারের বাধা দেওয়া উচিত হবে না। মহাত্মা গান্ধি এভাবেই ভারতবর্ষ স্বাধীন করেছিল। বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ব্যাপারে আলাপকালে বিশিষ্ট রাজনৈতিক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি কোনো হিংসাত্মক আন্দোলনে যেতে চায় না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন, বিএনপির যে কোনো কর্মকা-, সমাবেশ, মানববন্ধন, গণস্বাক্ষরের মাধ্যমে প্রতিবাদ এই সবই হিংসার বিরূদ্ধে। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে সাধারণ মানুষের এই অধিকার থাকবেই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাবো, যেন সরকারকে বুঝাতে পারি তারা যে অন্যায় করছে। এগুলো থেকে যেন বিরত থাকে। একটা সহজ-সরল উপায়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দেয় এবং সেই নির্বাচনে গণপ্রতিদ্বন্দ্বিতামূলক ফলাফল বেরিয়ে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়