শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় লেগেই প্রতিশোধ নিলো রিয়াল

স্পোর্টস ডেস্ক : প্রথম লেগে ঘরের মাঠে হারলেও সোমবার রাতে বেটিসের মাঠে জয় নিয়েই মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা। তবে প্রথমার্ধে দুই গোল খেয়ে আবারও হারের শঙ্কা জেগেছিল রিয়ালের। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লা লিগার প্রথম পর্বের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে রিয়ালের ৫-৩ ব্যবধানে রোমাঞ্চকর জয়ে জোড়া গোল করেন মার্কো আসেনসিও। জিনেদিন জিদানের দলের অন্য তিন গোলদাতা সের্হিও রামোস, ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজেমা।

প্রতিপক্ষের মাঠে একাদশ মিনিটে ম্যাচে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় রিয়াল। গোলরক্ষক আন্তোনিওর ফিরতি বল হেডে জালে জড়ান আসেনসিও।

একের পর এক আক্রমণ করতে থাকা স্বাগতিকদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি রিয়াল। চার মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে তারা।
৩৩তম মিনিটে হেডে বেটিসকে সমতায় ফেরান ফরাসি ডিফেন্ডার আইসা মঁদি।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে লুকাস ভাসকেসের কর্নারে সার্জিও রামোসের দারুণ হেডে সমতায় ফেরে রিয়াল। পাঁচ মিনিট পর গ্যারেথ বেলের কোনাকুনি শট পা বাড়িয়ে ঠেকিয়ে দেন আদান। পরের মিনিটে বেলের আরেকটি শট ঠেকান গোলরক্ষক। তাতে কর্নার না দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখতে হয় বেলকে।

৫৯তম মিনিটে দারুণ এক আক্রমণে আবারও এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের বাড়ানো ক্রস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন আসেনসিও।
ছয় মিনিট পর ব্যবধান বাড়িয়ে জয়ের পথ প্রশস্ত করেন রোনালদো। ক্যাসেমিরোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে আসরে নিজের দ্বাদশ গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

৮৫তম মিনিটে বাঁ-দিক থেকে জুনিয়র ফিরপোর দারুণ ক্রস পেয়ে ব্যবধান কমিয়ে লড়াই নতুন করে জমিয়ে তোলেন বদলি ফরোয়ার্ড সার্জিও লিওন।

অতিরিক্ত সময়ে ভাসকেসের পাস ধরে বল জালে পাঠিয়ে সব অনিশ্চয়তার ইতি টানেন শেষ মুহুর্তে রোনালদোর বদলি হিসেবে মাঠে নামা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ২৩ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়