শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লোরিডা হামলা: ওয়াশিংটন অভিমুখে পদযাত্রার ঘোষণা শিক্ষার্থীদের

আব্দুর রাজ্জাক: ফ্লোরিডার পার্কল্যান্ডের মেজোরি স্টোনেমান ডগলাস হাই স্কুলে ১৪ ফেব্রুয়ারির বন্দুক হামলার জেরে শিক্ষার্থীরা ওয়াশিংটন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে। নিকোলাস ক্রুজ নামের স্কুলটির সাবেক এক শিক্ষার্থীর হামলায় ১৭ জন নিহত ও আরও ২০জন আহত হয়।

হামলায় আহত শিক্ষার্থীরা গত রবিবার অস্ত্র নিয়ন্ত্রণের উপর আরো কঠোর ও সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে আইনপ্রণেতাদের চাপ প্রয়োগের উদ্দেশ্যে পদযাত্রার ঘোষণা দেয়।

পদযাত্রা আয়োজনের সংগঠক এমা গঞ্জালেস এক বিবৃতিতে বলেন, ‘পার্কল্যান্ডের স্কুল হামলাটি আইনপ্রণেতাদের অস্ত্র নিয়ন্ত্রণের ওপর জাতীয় বিতর্ক অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এটি ২০১২সালের পর সবচেয়ে ভয়াবহ স্কুল হামলা। তাই তারা আগামী ২৪ মার্চ হামলায় আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের অবস্থা বিবেচনায় নিয়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে পদযাত্রা করবেন এবং ঐ দিন অন্যান্য শহরেও একই কর্মসূচি পালন করা হবে।’

গত শনিবার তিনি আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনারা ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন (এনআরএ) থেকে নির্বাচনী অনুদান পান তাই তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারেন না। স্কুল হামলার ঘটনাটি আপনাদের জন্য লজ্জার।’
একজন আহত ছাত্র বলেন, ‘যখন বয়সে বড়রা বাইরে নিরাপদে চলাফেরা করছে তখন আমরা স্কুলে মারা যাচ্ছি। নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টাটুকুও করতে পারছি না।’

প্রসঙ্গত, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতবছর বলেছিলেন, ‘আমি জনগণের নিরাপত্তার জন্য অস্ত্রবহন আইনের ওপর হস্তক্ষেপ করতে চাই না কারণ, এ আইনটি একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ আইন।’
তিনি আরও বলেন, ‘স্কুল হামলার জন্য ডেমোক্রেটরা অনেকটাই দায়ী কারণ তারা ওবামা সরকারের শুরতে অস্ত্রনিয়ন্ত্রণ আইন সংশোধনের সময় কেন এটি বাতিল করেনি।’ বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়