শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:০১ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো রাশিয়ার-সম্পৃক্ততা নাকচ করলেন ট্রাম্প; উদ্বেগে আইনপ্রণেতারা


সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি কখনোই অস্বীকার করেননি তিনি। রোববার এক টুইটবার্তায় একথা জানান ট্রাম্প।

 

টুইটে তিনি বলেন, ‘আমি কখনই বলিনি যে নির্বাচনে কোনও যোগসাজশ হয়নি। আমি বলেছি, এতে কেউ না কেউ নিশ্চই কলকাঠি নেড়েছে, তবে তা হতে পারে রাশিয়া অথবা চীন অথবা অন্য যেকোনও দেশ। আবার এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যে, ৪শ’ পাউন্ড ওজনের প্রতিভাধারী কেউ নিজের কম্পিউটারের সামনে বসেই এই খেলাটি খেলেছে।’

প্রসঙ্গত, শুক্রবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন ঘোষণা করেছিলেন যে, ফেডারেল গ্র্যান্ড জুরি রবার্ট মুলারের বিশেষ তদন্তের অংশ হিসেবে ১৩ রাশিয়ান নাগরিককে মার্কিন নির্বাচনে ছড়ি ঘোরানোর বিষয়ে প্রমাণ পেয়েছে। অভিযোগ মতে, ওই রাশিয়ান নাগরিকরা ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় পক্ষে-বিপক্ষে দু’ভাবেই প্রভাব রেখেছে। আবার একইসাথে আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণাতেও পক্ষে-বিপক্ষে কাজ করেছে তারা।

তবে, ট্রাম্প বারবারই তার নির্বাচনি প্রচারণায় রাশিয়ার সম্পৃক্ততা জোর গলায় অস্বীকার করে আসছিলেন। এমনকি, তদন্ত কমিটি গঠনের আগপর্যন্ত রাশিয়ার নামই মুখে আনেননি তিনি। আর এতেই আইনপ্রণেতারা মনে করছেন যে, ডালমে জরুর কুছ কালা হ্যায়!

মার্কিন সিনেটর জেমস ল্যাংকফোর্ড, আর-ওকলা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলেই ভালো বিপদে পড়েছেন। কেননা, এটা দিনের আলোর মতই পরিষ্কার যে নির্বাচনে রাশিয়ার সরাসরি সম্পৃক্ততা ছিল। আর সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো, আমাদের প্রেসিডেন্ট তদন্তকে প্রভাবিত করতে উঠেপড়ে লেগেছেন।

অন্যদিকে, হাউজ ইন্টেলিজেন্স কমিটি সদস্য অ্যাডাম স্কিফ, ডি-ক্যালিফ বলেন, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ একেবারে ‘অপ্রতিরোধ্য’ ও ‘অস্পষ্ট’। তবে, তিনি এও বলেন যে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পেরও কোনও স্পষ্ট অবস্থান ছিলো না। এনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়