শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৪ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আটক ২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

রোববার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য অনিক মাহমুদ বনি এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার মুস্তাকিমের ছেলে মিঠু এবং আটকৃতরা হলেন সবুজ ও তুষার। তারা দুজনই বিনোদপুরের বাসিন্দা।

ছুরিকাঘাতে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রচার মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন বনি। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাসেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের নাকে আঘাত করেন বনি। পরে রাসেল স্থানীয় সবুজ, তুষারসহ কয়েকজনকে নিয়ে বনির উপর আক্রমণ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বনি ও মিঠু ছুরিকাঘাতে আহত হন।

বিশ্ববিদ্যায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। আমি এ বিষয়ে বিস্তারিত জানি না।”

মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আমরা দুজনকে আটক করেছি। দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়