শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ আব্দুল করিমের চলে যাওয়া এবং আমাদের নির্লিপ্ততা

মেজর ডা. খোশরোজ সামাদ : ১. গত ১৫ ফেব্রুয়ারি বড় নীরবে-নিভৃতে চলে গেলেন বাউল শাহ আব্দুল করিমের ১০১ তম জন্মবার্ষিকী। অসীমের দেশে অনন্তলোকে যাত্রার মাত্র অর্দ্ধযুগ যেতে না যেতেই বাউল শাহ আব্দুল করিমকে আমরা প্রায় ভুলতে বসেছি। দেশী-বিদেশী ভাঁড় আর রাজনৈতিক দুর্বৃত্তদের নিয়ে রসাল সংবা-দের ভিড়ে প্রায় হারিয়ে ফেলেছি আব্দুল করিমকে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে অনেকই পেশীবহুল নায়কদের অথবা বিনোদিনীদের সাথে সেলফি তুলতে যতটা ব্যাস্ত ছিলেন ততটাই নির্লপ্ত এই সাধককে নিয়ে।

২. সিলেটের সুনামগঞ্জ জন্ম হলেও তাঁর বিশাল কর্মযজ্ঞ শুধু বাংলাদেশেই নয়, বরং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীর কাছে ছড়িয়ে পড়ে। তিনি ১৫০০ গানের রচিতা। ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’,গাড়ি চলে না, বসন্ত বাতাসে সই গো, আমি কুল হারা কলঙ্কিনী সহ অসংখ্য গান দিয়ে তিনি বাংলা সংগীত জগতকে ঋদ্ধ করেছেন। নিজের লেখা গানের বই প্রকাশের চেষ্টা করলে পুস্তক প্রকাশকরা বই প্রকাশের খরচের অজুহাতে তাঁর কাছ থেকে দশ হাজার টাকা দাবী করে। এই দাবির বলি হয়ে তিনি জমি বিক্রি করে আরেকবার নিঃস্ব হয়ে যায়।

৩. তাঁর গান গেয়ে অনেকেই তারকা খ্যাতি পেলেও তিনি উপেক্ষিতই থেকে যান। আজীবন দারি-দ্রের সঙ্গী শাহ আব্দুল করিমের প্রতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা সামান্য থাকলেও লালন, পুঞ্জু শাহ, দুদ্দু শাহ সর্বাপরি নিজের অন্তরের আলোকে উদ্ভাসিত ছিলেন। তাঁর লেখায় নিছক ‘তুমি-আমি’ ধরণের প্রেমে কাহিনী নয় বরং অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক অসঙ্গতি, শ্রমজীবী মানুষের দিন বদলের স্বপ্ন বার বার এসেছে।

৪. প্রিয় শিল্পী শাহ আব্দুল করিম আপনার কাছে আমাদের অনেক দায়। আপনি ঠিকিই বলেছিলেন ‘ আগে কি সুন্দর দিন কাটাইতাম’- তাই আজ পাথর সময় আমাদের আলোকিত মানুষগুলিকে ঊপেক্ষা করি, নির্লিপ্ত থাকি তাদের মহাপ্রস্থানেও!!!
লেখক : উপ অধিনায়ক, আর্মড ফোর্সেস ফুড অ্যান্ড ড্রাগস ল্যাবরেটরি

সম্পাদনা: রাশিদুল ইসলাম মাহিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়