শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁস করা প্রশ্ন দিয়ে পাস করা গেলেও জীবন গড়া যায় না: সমাজকল্যাণমন্ত্রী

এম এ আহাদ শাহীন: ফাঁস করা প্রশ্ন দিয়ে পাস করা যেতে পারে কিন্তু জীবনে সফল হওয়া যায় না বলে মন্তব্য করে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমানে চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস একটি সামাজিক ব্যাধি আকারে ধারণ করেছে।

রোববার শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ), মিরপুরে ট্রাস্টের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে তোমরা মাথা ঘামাবে না। প্রশ্ন ফাঁস করে বা ফাঁস করা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। তোমাদেরকে এই দেশের দায়িত্ব নিতে হবে। তোমরা পড়া-লেখার প্রতি মনোযোগি থাকবে। আমরা এখন বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। বাংলাদেশ অল্প দিনের মধ্যেই উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন তোমাদের প্রতিযোগিতার পরিধি আরো বৃদ্ধি পাবে। একারণে তোমাদের এখন থেকেই নিজেকে প্রস্তুত করে গড়ে তুলতে হবে।

দেশের তরুণদের উদ্দেশ্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের তরুণদের দু’টি সমস্যা প্রকট আকার ধারণ করছে। একটি হচ্ছে মাদকাশক্তির প্রবণতা আর একটি হচ্ছে ফেসবুকের প্রতি আসক্তি। এ দু’টির কাছ থেকে তরুণদের বেরিয়ে আসতে হবে।

শিক্ষকদেরও নানাবিধ সামাজিক দায়িত্ব রয়েছে উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, শিক্ষকদের দায়িত্ব কেবল ছাত্র-ছাত্রী পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়, শিক্ষকদের সমাজিক অবক্ষয়ে সামাজিক মূল্যবোধ তুলে ধরতে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) এর নির্বাহী পরিচালক কে বি এম ওমর ফারুক চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়