শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ মার্চের জনসভা সফল করতে নানা উদ্যোগ আ.লীগের

জিয়াউদ্দিন রাজু : ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। জনসভাকে জনসমুদ্রের পরিণত করতে নানান উদ্যোগ গ্রহণ করেছে দলটি। ঢাকা মহানগর ও জেলা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে বিপুল জনসমাগম নিয়ে শোভাযাত্রা করে জনসভায় যোগ দেবে তার। এই জন্য বাস ছাড়াও ট্রেনের ব্যবস্থা করবে আওয়ামী লীগ।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের এক যৌথসভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে সফল করতে হবে। আগে আমরা সুশৃঙ্খল সমাবেশ করেছিলাম, এবার আগের ভুলত্রুটি সংশোধন করে আরো অনেক বেশি সুশৃঙ্খল সমাবেশ করবো। আগামী ৭ মার্চের ঐতিহাসিক জনসভায় জনসাধারণের উপস্থিতির মধ্য দিয়ে সর্বকালের সব রেকড ভেঙ্গে যাবে। এই জনসভায় জনগণের উপস্থিতি অন্য সভার চেয়ে অনেক গুণ বেশি হবে। আমরা এই জনসভায় নবজাগরণ দেখাতে চাই।

গত বছর ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতির পর এই প্রথম ৭ মার্চ ঢাকায় জনসভা করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্য এ সভার জমায়েতে স্মরণকালের সব রেকর্ড ভাঙতে চায় দলটি।

১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ (এমওডব্লিউ) তালিকাভুক্ত করা হয় ভাষণটিকে। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়