শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১১ রানের রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে (ভিডিও সহ)

নিজস্ব প্রতিবেদক : লঙ্কানদের বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমে যেন ভুলই করেছিল বাংলাদেশ দল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে। বাংলাদেশ দলের জয়ের জন্য প্রয়োজন রেকর্ড ২১১!

বছরের প্রথম ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে হার, টেস্ট সিরিজে ১-০তে হার। এরপর ২ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হেরে বসে আছে বাংলাদেশ। আজ জিততে হলে গড়তে হবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড।

লঙ্কান দলের হয়ে সর্বোচ্চ রান তোলেন গতম্যাচের ম্যাচ সেরা কুশল মেন্ডিস। ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন। তার সাথে ৯৮ রানের জুটি গড়ার ভালো সঙ্গ দেন আরেক ওপেনার গুনাথিলাকা। ৩৭ বলে ৪২ রান করেন।

এজুটি ভাঙ্গেন সৌম্য সরকার। তবে বেশি সুবিধা করতে পারেন নি। থিসারা পেরেরা নেমে ১৭ বলে খেলেন ৩১ রানের ইনিংস। থারাঙ্গা ১৩ বলে ২৫ এবং শানাকা ১১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। তার সাথে অপরাজিত থাকা আরেক ব্যাটসম্যান অধিনায়ক চান্দিমাল ২ রানে।

বাংলাদেশের হয়ে সফল বোলার ছিলেন আবু জায়েদ, মোস্তাফিজ ও সৌম্য। সবাই একটি করে উইকেট নেন। তবে রান কম দেওয়ার দিক থেকে এগিয়ে ছিলেন নাজমুল ইসলাম। ৪ ওভারে ২৮ রান দেন। বাকিরা সবাই গড়ে ১০ এর বেশি করে রান দিয়েছে।

বাংলাদেশের চূড়ান্ত একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, মেহেদি হাসান, সাইফউদ্দিন, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ,

শ্রীলঙ্কা দল : দানুস্কা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, আমিলা আপিনসো, থিসারা পেরেরা, দিনেশ চান্দিমাল, আকিলা ধানাঞ্জয়া, জিভান মেন্ডিস, ইসুরু উদানা, শেহান মাদুশানাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়