শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৪ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ কেনিয়ামুখী বিশ্বের ধনকুবরা

রাশিদ রিয়াজ : লন্ডন, রোম, প্যারিস বাদ দিয়ে হঠাৎ বিশ্বের ধনকুবরা ছুটছে কেনিয়ায়। ফক্সনিউজ এ খবর দিয়ে বলছে, আফ্রিকার সাফারির জন্যে বিখ্যাত এ দেশটি এখন ধনীদের জন্যে দ্বিতীয় পছন্দের ভ্রমণ দেশ হিসেবে জায়গা করে নিয়েছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইতালির ধনকুবরা কেনিয়ায় রীতিমত ছুটি বা অবসর কাটাতে বাড়ি কিনতে শুরু করেছেন। শুধু সাফারি নয়, কেনিয়ায় সমুদ্র সৈকত গত বছর ১৪ লাখ পর্যটককে কাছে টেনেছে।

অবাক ব্যাপার হচ্ছে একবার ভ্রমণ নয় ধনকুবরা দেশটিতে দিনের পর দিন থাকার জন্যে বাড়ি কিংবা এ্যাপার্টমেন্ট কিনছেন। এ তথ্য দিয়েছে লন্ডন ভিত্তিক রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক। এমনিতে কেনিয়া আফ্রিকার ধনীদের জন্যেও দ্বিতীয় আবাসস্থল। নাইরোবির ধনীরা কেনিয়ার সৈকত সংলগ্ন বাড়ি ঘর ক্রয়ে এগিয়ে আছেন। সাদা বালুতে পূর্ণ এ সৈকত ভ্রমণপিয়াসুদের জন্যে খুবই আকর্ষণীয়। দক্ষিণ আফ্রিকা ছাড়াও স্পেন, যুক্তরাষ্ট্র, মৌরতানিয়ার ধনকুবরা রীতিমত কেনিয়ার সৈকতে একটি বাড়ি কিনতে প্রতিযোগিতায় নেমেছেন।

বছরে ৪০ সপ্তাহ কেনিয়ায় পর্যটকদের পিক মৌসুম। তাছাড়া কোনো ঘূর্ণিঝড়ের কবলে কেনিয়ার সৈকত আক্রান্ত হয় না। তবে কেনিয়ায় বিলাসবহুল রিসোর্টের মালিক হিসেবে ইতালির ধনকুবরাই এগিয়ে আছেন। মালিন্দি বা ওতামু সৈকত আর ম্যারিন ন্যাশনাল পার্কের মত অসংখ্য স্থান পর্যটকদের ভুলিয়ে রাখে দিন রাত। বিশেষ করে তাঞ্জানিয়া সীমান্ত লাগোয়া মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে পর্যটকরা চিতা, সিংহ, কুমির, হাতি, জেব্রা সহ বিভিন্ন পাখি দর্শন ও ব্যক্তিগত বিনোদনের সুবিধা বিশ্বের অসংখ্য ধনকুবদের সহজেই কেনিয়ায় টেনে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়