শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লোরিডার স্কুল হামলায় এফবিআই’কে দুষলেন ট্রাম্প

আশরাফ : ফ্লোরিডা স্কুল হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ভাবে দুষলেন এফবিআই’কে, এফবিআইয়ের অসতর্কতাই এর জন্য দায়ী। গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডে অবস্থিত মেজোরি স্টোনেমান ডগলাস হাইস্কুলের ছাত্র নিকোলাস ক্রুজকে অসদাচরণ ও স্কুল নিয়ম বহির্ভূত কাজ করলে স্কুল থেকে বের করে দেওয়া হয় , নিকোলাস ক্রুজ ক্ষুব্দ হয়ে বন্দুক হামলা চালিয়ে অন্তত ১৭ জনকে নিহত করে ও আরও অন্তত ২০জন আহত হয়। এটা ছিল ২০১২ সালের পর সবচেয়ে প্রাণঘাতী স্কুল হামলা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন অস্র্রে বৈধতার জন্য আরো বেশি করে শুল্ক নেওয়া উচিত কম্পানি গুলো থেকে।এফবিআই কে জনসার্থে আরো কৌশলী ও সতর্ক হওয়ার নির্দেশ দেন , অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আরো জোরালো পদক্ষেপ নিতে বলেন ।

এদিকে গত ১৭ তারিখে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে বলেন, জনসাধারণের সকলস্তরে অস্ত্রের বৈধতার লাগাম থাকা দরকার । লাগামহীন ভাবে এর ব্যবহার হলে এর চেয়েও ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হবে। আইন প্রণয়নকারীদের অস্ত্রের বৈধতা প্রদানে অবশ্যই কঠোর হওয়া দরকার এবং এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা দরকার।

ফ্লোরিডায় স্কুল হামলার ঘটনায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। দেশটির অ্যাটর্নি জেনারেল জেস সেশন এক বিবৃতিতে জানান, তিনি এফবিআই’র গাফিলতির পুনর্বিবেচনার নির্দেশনা জারি করতে বিচারকদের প্রতি অনুরোধ করেছেন। তিনি এ গণহত্যার পিছনে তাদের গাফিলতিকেই প্রধানত দায়ী করছেন। সংস্থাটির আরো কি কি ত্রুটি রয়েছে তাও পরীক্ষা করে দেখার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফ্লোরিডার গভর্নর রিক স্কোট উত্তেজিত হয়ে এক বিবৃতিতে বলেন, সংস্থাটির প্রধানের ব্যর্থতার দায়ে পদত্যাগ করা উচিত। রিপাবলিকান গভর্নর বলেন, আমেরিকানদের অবশ্যই সংস্থাটির প্রতি আস্থা থাকতে হবে তাই সংস্থাটির প্রধানকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়