শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যায় শুরু ভারত-দ. আফ্রিকা ১ম টি-টুয়েন্টি

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজ জিততে না পারলেও ওয়ানডে সিরিজ জিতে ঠিকই ইতিহাস সৃষ্টি করেছে বিরাট কোহলির ভারত।

অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের খরা কাটল তাদের। আজ রোববার জোহানেসবার্গে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ২ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এবার টি-টুয়েন্টি সংস্করণের সিরিজ জিতে নিজেদের জয়রথ এগিয়ে নেয়ার পালা সফরকারীদের। অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজটি জিতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে স্বাগতিকরা।

দুর্দান্ত গতিতে ছুটতে থাকা ভারতকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে বছরটা ভালোভাবেই শুরু করেছিল প্রোটিয়ারা। কিন্তু একে একে ইনজুরির সমস্যায় পড়তে থাকে স্বাগতিকরা। সিরিজ জিতলেও হেরেছে তৃতীয় ও শেষ টেস্টটি। ইনজুরির কারণে প্রথমে দল থেকে ছিটকে পড়েন পেসার ডেল স্টেইন। তারপর ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়ে এবি ডি ভিলিয়ার্স, অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি, উইকেট কিপার কুইন্টন ডি কক মাঠ ছাড়তে বাধ্য হন।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে দলের দায়িত্ব পড়ে ২৩ বছর বয়সী অনভিজ্ঞ অ্যাইডেন মারকরামের ওপর। এর আগে যিনি খেলেছিলেন মাত্র ২টি ওয়ানডে ম্যাচ। যদিও চতুর্থ ম্যাচ থেকে দলে ফিরেছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু সিরিজ হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শুধু চতুর্থ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছিল। সেই সাথে ভারতের কাছেই খুঁইয়েছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটিও।

অন্যদিকে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে এসে ভিন্ন রূপে আবির্ভূত হয় কোহলির ভারত। প্রথম ৩ ম্যাচ জেতার পর পিংক ডের ম্যাচ হারলেও শেষ দুই ম্যাচ জিতে প্রোটিয়ার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ নেয় ভারত। তবে, দলের রেকর্ডের সাথে সাথে ক্রমশ নিজেকে একের পর এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন অধিনায়ক কোহলি।

দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ শতাধিক রান, ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি, শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক এখন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার। ফর্মে থাকা অন্য ব্যাটসম্যানদের সাথে রানে ফিরেছেন ওপেনার রোহিত শর্মাও। আর ভারতীয় বোলাররা তো এ সফর জুড়েই বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন।

টি-টুয়েন্টি সিরিজের প্রথম ওয়ানডেতে তাই নতুন এক লড়াই শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে। নিজেদের মাটিতে ভারতের কাছে আরেকটি সিরিজ হারতে চাইবে না দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজ জিতে এ সংস্করণেও নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে চাইবে টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়