শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পরির দেশে’ নিয়ে ব্যস্ত মন বিলাস

মতিনুজ্জামান মিটু : শহরের চার-দেয়ালের মাঝে দিন কেটে যায় সাজুর । স্কুল, কোচিং আর বাড়ির স্যারের কাছে পড়তে পড়তে শৈশবের দূরন্তপনা হারাতে বসেছে সে। গ্রাম থেকে আসা তার চাচাতো ভাই, তাকে বোঝায় পড়াশোনার সঙ্গে খেলাধুলা, ও নিজের দেশকে না জানলে জ্ঞান অর্জন সম্পূর্ণ হয় না। তাকে আকাশের তারাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরিদের গল্প শোনায়। সাজু কল্পনায় চলে যায় পরিদের দেশে।

কীভাবে নিজেদের দেশকে সুন্দর করা যায়, কীভাবে নিজের সুপ্ত প্রতিভা প্রকাশ করে সবার কাছে প্রিয় হয়ে উঠা যায়, এমন নানান কর্মকান্ড উঠে আসছে পরির দেশে নাটকে। রাহুল রাজ এর রচনা ও নোঈম ইসলামের নির্দেশনায় মন বিলাস নাট্য দল রাজধানীর কাওলার মহড়া কক্ষে মন বিলাস নাট্য দল ব্যস্ত সময় পার করছে। অচিরেই বাংলাদেশ টেলিভিশনে চিত্রয়ন হবে নাটকটি।

নাটকের নির্দেশক নোঈম জানান, নাট্যকার রাহুল রাজ এর শিশু তোষ নাটক পরির দেশে নির্দেশনার মধ্য দিয়ে টেলিভিশন নাটকে আমার নির্দেশক হিসেবে অভিষেক হচ্ছে। শিশু অভিনেতাদের নিয়ে এ নাটকটি আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। শিশুদের কল্পনার জগৎ বাস্তবে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এ নাটকের মধ্য দিয়ে। আশা রাখছি, সবার অভিনয় গুণে নাটকটি ভিন্ন মাত্রা যোগ করে দর্শকদের বিনোদন দিতে সক্ষম হবে।

পরির দেশে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, পারিষা, রিফাত, সেতু, অন্তর, আশিক, রাসেল, প্লাবন সাহা, জেনিষাসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়