শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় জয়িতা শিল্পীর ‘উড়াল পাখি মন’

জিয়াউদ্দিন রাজু : বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর একুশের গ্রন্থমেলার ১৭ তম দিন ছিল শনিবার। শুরু থেকে দর্শনার্থীদের ভিড় খুব একটা না থাকলেও দিন যতই বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাঠক-দর্শনার্থী। নতুন নতুন বই প্রকাশ এবং মোড়ক উন্মোচনও বেড়ে গেছে অনেকটা। গতকাল বইমেলায় মোট ৬২টি বইয়ের মোড়ক উন্মোচন হয়।

তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পারিজাত প্রকাশনী থেকে প্রকাশিত লেখক জয়িতা শিল্পীর ২য় কাব্যগ্রন্থ ‘উড়াল পাখি মন’। বিকেলে মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।

লেখক জয়িতা শিল্পী পুলিশ বাহিনীতে কর্মরত। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান বক্তা পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমি খুবই গর্বিত পুলিশ বাহিনীর একজন সদস্যের বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরে। জয়িতা শিল্পী একজন সৃজনশীল লেখক। গত বছরের বইমেলায় তার লেখা ‘রাজার বাগে প্রজার পুলিশ’ বইটি খুবই পাঠকপ্রিয়তা অর্জন করে।

তিনি বলেন, সাহিত্যের প্রতি অত্যন্ত আগ্রহ না থাকলে পুলিশের কঠিন দায়িত্ব পালনের মধ্যে দিয়েও এ ধরনের বই লেখা সম্ভব নয়।

এ প্রসঙ্গে আমাদেরসময়.কম- এর সঙ্গে আলাপকালে বইটির লেখক জয়িতা শিল্পী বলেন, ‘উড়াল পাখি মন’ আমার তৃতীয় বই এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটি সকল শ্রেনি পেশার মানুষের জন্য। বইটিতে নর-নারীর প্রেম, প্রকৃতি প্রেম, স্বদেশ প্রেম, বীরাঙ্গনা, স্বাধীনতা, একুশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কনিষ্ঠপুত্র শেখ রাসেলকে নিয়ে সর্বমোট ৯৩টি কবিতা রয়েছে। আশা করি নতুন প্রজন্ম বইটি পড়ে অনেক কিছু জানতে পারবে।
এটি পাওয়া যাবে একুশের বইমেলার ১৬০-৬১ নং স্টলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়