শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ কাজ মাস দুয়েকের মধ্যে শুরু

রিকু আমির : আগামী মাস দুয়েকের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ কাজ শুরু হচ্ছে।

বহুল কাঙ্খিত এই হাসপাতাল সম্পর্কে শনিবার বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক শারফুদ্দিন আহমেদ এ প্রতিবেদককে বলেন, এটি নির্মাণে বিশেষজ্ঞও নিয়োগ দেয়া হয়ে গেছে। মাসদুয়েকের মধ্যেই কাজ শুরু করা হবে।

বিএসএমএমইউ’র উত্তর দিকে ১২ বিঘা জমির ওপর এই সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি একনেক সভায় এ সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প অনুমোদন দেন। এরপর বিএসএমএমইউ’র সঙ্গে ইউলজি ইউনিভার্সিটির একটি সমঝোতা স্বাক্ষর হয়। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ভবনটির নকশা প্রকাশ হয়েছে। হাসপাতাল নির্মাণে অর্থ বরাদ্দ দিচ্ছে কোরিয়ান এক্সিম ব্যাংক। কোরিয়া সরকারের পক্ষে ব্যাংকটি বাংলাদেশ সরকারকে ১ হাজার কোটি টাকা ঋণ দেবে। শতকরা দশমিক শূন্য ১ শতাংশ হার সুদে ৪০ বছরে ঋণ পরিশোধ করা যাবে। হাসপাতালের আয় ও সরকারের তহবিল থেকে যৌথভাবে এই ঋণ শোধ করার কথা।

সুপার স্পেশালাইজড হাসপাতালে থাকবে- লিভার গল ব্লাডার ও প্যানক্রিস সেন্টার, অরগান ট্রান্সপ্লান্ট সেন্টার, ক্যানসার সেন্টার, ম্যাটারনাল ও চাইল্ড, হেলথ কেয়ার সেন্টার, ডেন্টাল সেন্টার, কার্ডিও ভাসকুলার, নিউরোসার্জারি সেন্টার, এনড্রোক্রানোলজি ডায়াবেটিস সেন্টার, রেসপিরেটরি সেন্টার, জেরিয়েট্রিক সেন্টার, জয়েন্ট/স্পাইন কর্ড সেন্টার, হার্ট সেন্টার, বার্ন ইনজুরি সেন্টার, হেলথ স্ক্রিনিং সেন্টার, ইমারজেন্সি মেডিক্যাল সেন্টার, এমবুলেটরি সার্জারি সেন্টার ও কিডনি মেশিন সেন্টার (হিমোডায়ালাইসিস সেন্টার)।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে- বিশেষায়িত হাসপাতালটি হবে একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র। বর্তমানে যেসব পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যেতে হয় সেসব পরীক্ষা এখানে চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য- চিকিৎসকদের জন্য অত্যাধুনিক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিংয়ের ব্যবস্থা এবং বায়োমেডিক্যাল রিসার্চ ও জনগণের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়