শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:১৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কেন্দ্র চালু

আহমেদ ইসমাম: আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ধোধনের মধ্য দিয়ে চালু হল রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসাপাতালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কেন্দ্র (ইপিআই সেন্টার)।

শনিবার সকাল দশটায় হাসপাতালটির নিচ তলায় আট দিনের শিশু শর্মিলাকে টিকা খাওয়ানোর মাধ্যমে এ টিকাদান কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ।

মানিকগঞ্জের ছালাউদ্দিন ও ছালমা আক্তারের আট দিনের কন্যা শিশু শর্মিলা। উদ্ধোধনী বক্তবে অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, সরকারের চিকিৎসা ক্ষেত্রে বহুমুখী পদক্ষেপ গ্রহণের মধ্যে বিনামূল্যে টিকাদান কর্মসূচি সারা বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। সরকার ইপিআই সেন্টারগুলো থেকে ১০ ধরণের টিকা শিশু ও কিশোরীদের মধ্যে বিনামূল্যে প্রদান করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল লি : সব সময় সরকার প্রদত্ত স্বাস্থ্য সেবা জনগণের দৌড় গড়ায় পৌঁছে দিতে কাজ করে আসছে। আজকের এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কেন্দ্র তারই অংশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টিকাদান কর্মসূচিকে বেগবান করার জন্যে নানা মূখী পদক্ষেপ নিয়েছিলেন। তার কারণে ইপিআই সেন্টারের গুরুত্বপূর্ণ ভ‚মিকার জন্য ‘ডিজিটাল হেলথ ফর ডিজিটাল ডেভলপমেন্ট’ র্শীষক সাউথ সাউথ এওয়ার্ড পায় বাংলাদেশ। চিকিৎসার সেবা মানুষের দৌড় গড়ায় পৌছে দিতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ প্রদান করার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এ বছরের মধ্যে এসব চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের স¤প্রসারিত টিকাদান কর্মসূচি কেন্দ্রের উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তার, সহকারী অধ্যাপক ডা. শাহিনা পারভীন শাপলা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল এন্ড হসপিটাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়