শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামরিক অভ্যুত্থানের বার্ষিকীতে থাইল্যান্ডে বিক্ষোভের পরিকল্পনা গণতন্ত্রকার্মীদের

সজিব সরকার: থাইল্যান্ডের একটি গণতন্ত্রকামী সংগঠন গণতন্ত্র কায়েমের লক্ষ্যে সামরিক অভ্যুত্থানের বার্ষিকী সামনে রেখে বিক্ষোভের পরিকল্পনা করেছে। এ বিক্ষোভের কারণে তাদেরকে গ্রেফতার করা হতে পারে ভেবেও পরিকল্পনা পিছপা হচ্ছে না তারা। সময়সূচী অনুযায়ী এ বছরের নভেম্বরে সাধারণ নির্বাচন হওয়ার কথা এবং তারা চায় সামরিক সরকার যেন আর কোন বিলম্ব না করে।

২০১৪ সালে দেশটির সেনাবাহিনী ক্ষমতা হাতে নেয়ার পর থেকে এখন পর্যন্ত অনেকবার নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রতিবারই তারা তাদের প্রতিশ্রুতি ভেঙ্গেছে। নির্বাচনের বিষয়ে সেনাবাহিনীর দেয়া সর্বশেষ সময়সূচী অনুযায়ী আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। কিন্তু গত বছর নির্বাচনী প্রক্রিয়ায় কয়েকটি আইন পরিবর্তনের কারণে এবারের নির্বাচনও আশংকায় পড়েছে, যার ফলে নির্বাচন ২০১৯ সালে গড়াতে পারে বলে ধারণা করছেন গণতন্ত্রকামীরা। এজন্য তারা দেশটির ব্যাংকক, চিয়াং মাই, খন কিন’সহ বিভিন্ন অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করে আসছে।

দেশটির ডেমোক্রেসি রেসটোরেশন গ্রুপ (ডিআরজি) একটি বিবৃতিতে জানায়, ১৮ ফেব্রুয়ারী, নাখন রাচাসিমায় এবং পরের রবিবার ব্যাংককে আমরা বিক্ষোভ করব। তাছাড়া মার্চের ১০ ও ২৪ তারিখে এবং মে মাসের প্রত্যেক শনিবার বিক্ষোভ কর্মসূচীর পরিকল্পনা করা হয়েছে। আমরা মে মাসে বিক্ষোভের মধ্যদিয়ে থাইল্যান্ডের প্রত্যেকটি জনগণকে নির্বাচনের ব্যাপারে সতর্ক করতে চাই এবং তাদের বুঝাতে চাই আমাদের জন্য নির্বাচন কতটা জরুরী। চ্যানেল নিউজ এশিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়