শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৬ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্সির প্রথম ভাষণে ম্যান্ডেলার স্বপ্ন বাস্তবায়নের বার্তা রামাপোসার

লিহান লিমা: দুর্নীতির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগের পর দক্ষিণ আফ্রিকার দায়িত্ব এখন নতুন প্রেসিডেন্ট সিরিল রামাপোসার হাতে। অভিষেকের একদিন পরই শুক্রবার কেপটাউনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অর্থনৈতিক উন্নতি ও বেকারত্ব প্রতিরোধে নিজের লড়াইয়ের কথা বললেন তিনি।

এই ভাষণে রামাপোসা বলেন নিজের প্রতি দেশের জনগণের ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণের কথা, দেখান নতুন আশার আলো। বলেন, সরকারি প্রতিষ্ঠান এবং নেতার প্রতি দেশের জনগণের বিশ্বাসের যে হানি হয়েছে তাকে পুনরুদ্ধার করতে হবে। বর্ণবাদ-বিরোধী অমর নেতা নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে রামাপোসা বলেন, বিবাদ, বিচ্ছিন্নতা এবং বৈষম্যের যুগের অবসান ঘটিয়ে আমাদের মনে আশার প্রদীপ প্রজ্জ্বলিত করার জন্য আমাদের তাকে সম্মান জানানো উচিত। সেই সোনালি যুগের স্মৃতিকে স্মরণ করে আমরা এগিয়ে যাব। সব নেতিবাচকতা মন থেকে ঝেড়ে ফেলে আমরা বৈচিত্রময় আফ্রিকার এই নাগরিকরা এক হয়ে পথ চলব, আমরা এক জাতি ও আমাদের একটাই পথ। রামাপোসা প্রতিজ্ঞা করেন, দুর্নীতি, জমির অসম বণ্টন, চাকরি খাতের অনিশ্চয়তা এবং শিক্ষার প্রসার হবে তার মূল কর্ম পরিকল্পনা।

প্রসঙ্গত, জুমার পদত্যাগের পর দলের নেতা হিসেবে আফ্রিকার দায়িত্ব নিলেও বিরোধী দলের সমর্থন পান নি তিনি। তাই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এখন রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় ব্যস্ত। ২০১৯ সালে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা। রয়টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়