শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২৭ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাহনীকে ২৪৮ রানের টার্গেট দিল রূপগঞ্জ

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিন ম্যাচ শেষে এখনও হারেনি আবাহনী লিমিটেড। তারাই পয়েন্ট টেবিলের শীর্ষ দল। দ্বিতীয় স্থানেই রয়েছে রূপগঞ্জ।

শনিবার এই দুই দলের ম্যাচে আবাহনীকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে রূপগঞ্জ। অন্য দুটি খেলার একটিতে ব্রাদার্স ইউনিয়ন ২১৪ রানে অলআউট হয়ে গেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আর গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২৩২ রান করেছে কলাবাগান ক্রীড়াচক্র।

সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। ৩৪ রানে প্রথম উইকেট হারানোর পর ওপেনার আবদুল মজিদ দ্বিতীয় ও চতুর্থ উইকেটে যথাক্রমে অভিষেক মিত্র ও পারভেজ রাসুলকে নিয়ে ৫৯ ও ৬০ রানের জুটি গড়েন। এছাড়া ম্যাচজুড়ে দলটির তেমন উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল না। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মজিদ এই ম্যাচে দলীয় সর্বোচ্চ ৮৯ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে রূপগঞ্জ। আবাহনীর পেসার তাসকিন আহমেদ ৩ উইকেট পান।

বিকেএসপির চার নম্বর মাঠে এদিন ভাল শুরু পেয়েছিল ব্রাদার্স। উদ্বোধনী জুটিতে ৫৪ রানের পর তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি পেয়েছিল দলটি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৬.৫ ওভারে ২১৪ রানেই অল আউট হয়ে যায় ব্রাদার্স। দলটির ওপেনার মিজানুর রহমান সর্বোচ্চ ৭১ রান করেন। প্রাইম দোলেশ্বরের লেগস্পিনার ফজলে মাহমুদ ও ডাচ পেসার রায়ান টেন ডয়েসকাট ৩টি করে উইকেট পান। ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলটি ৪ ওভারে বিনা উইকেটে ১৮ রান তুলে ফেলেছে।

ফতুল্লায় এদিন কলাবাগান ক্রীড়াচক্রের টপ অর্ডার ছিল ব্যর্থ। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর আকবার-উর-রহমান ও তাইবুর রহমানের ১০১ রানের জুটি দলটিকে ২০০ রান পেরোনর ভিত্তি দেয়। পাকিস্তানি ব্যাটসম্যান আকবার ৮০ রান করেন, তাইবুর করেন ৫০ রান। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলটি শেষ পর্যন্ত ২৩২ রান করে। গাজীর কামরুল ইসলাম রাব্বী, ডলার মাহমুদ ও রজত ভাটিয়া ২টি করে উইকেট পান। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়