শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিএনপি ক্ষমতায় আসলে দেশ হবে ইন্দোনেশিয়ার মত’

রবিন আকরাম: সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামীতে বিএনপি -জামায়াত ক্ষমতায় আসলে দেশ হবে ইন্দোনেশিয়ার মত। সেখানে ১০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিলো। বিএনপি ক্ষমতায় আসলে দেশে হত্যাযজ্ঞ চালাবে। কারণ সরকার যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের মধ্য দিয়ে সরকার তাদের কলিজায় হাত দিয়েছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাস্তুহারা লীগ আয়োজিত ‘কারাগারের রোজ নামচা আন্দোলন সংগ্রামে ভূমিহীন বাস্তুহারা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার জেল অস্বাভাবিক কিছু নয়। খালেদা জিয়া তো পাকিস্তান প্রেমী। সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির দায় তার পদ হারিয়েছেন।

পাকিস্তানের দুর্নীতিদমন ব্যুরো নওয়াজ শরীফকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা রাজি করেছে। বিভিন্নদেশে দুর্নীতির দায় নেতাদের বিচার হচ্ছে। দুর্নীতির দায় খালেদা জিয়ার বিচার হওয়া ও জেলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, খালেদা জিয়ার কাছে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা পাঠানো উচিৎ। তাহলে তিনি বুঝতে পারতেন বঙ্গবন্ধুর আমলে রাজনীতি ও কারাগারের পরিস্থিতি কেমন ছিলো।

কারাগারে থেকে তিনি বাসার সুবিধা নিচ্ছেন। কারাগারে ব্যক্তিগত পরিচারিকা নিয়েছেন। খালেদা জিয়া ফখরুদ্দিন – মইনুদ্দিনের আমলেও কারাগারে ব্যক্তিগত পরিচারিকা নেন নি।

বস্তিবাসীর অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনেরও আহ্বান জানান মন্ত্রী। আয়োজক সংগঠনের সভাপতি নরুদ্দিন খানের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন রাশেদ হাওলাদার, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।সূত্র: চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়