শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৪২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্নফাঁস ঠেকাতে অনলাইনে নজরদারি

হ্যাপী আক্তার : এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র বেঁচাকেনায় এরই মধ্যে প্রায় এক’শ জনকে ফেসবুক গ্রুপের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে ইন্টারনেটে নজরদারি বাড়িয়েছে পুলিশ। এখনও প্রশ্নফাঁসের উৎস খোঁজে পাওয়া না গেলেও সন্দেহভাজন কয়েকজনকে নজর দাড়িতে রেখেছে পুলিশ। সূত্র : ডিবিসি নিউজ

এবারের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বেঁচাকেনার মার্কেটপ্লেস হিসেবে ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে ফাঁসকারীরা।

আগের বছরের তুলনায় এবছর প্রতিটি পরীক্ষার আগেই টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করছে ফেইসবুকের কয়েক'শ গ্রুপ। এরকম কিছু গ্রুপে ক্রেতা সেজে ঢুকে প্রশ্নপত্র কিনছেন গোয়েন্দারা। তারপর লেনদেনে ব্যবহৃত বিকাশ নম্বরের সূত্রে ধরা পড়েছে বেশ কয়েকজন।

ডিএমপি, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম বলেছেন, আলামিন নামের একজন প্রশ্নপত্র বিক্রি করে দুই লাখ টাকার বেশি আয় করেছেন সে। একেকজন একেক কথা বলে সেভাবেই ৫ জনকে ধরা হয়েছে। কেউ তো একজন আছে যে তাদের প্রশ্নপত্র দিচ্ছে। তাদেরকেও ধরতে হবে। ৪ থেকে ৫ হাজার পরীক্ষা কেন্দ্রের যে কোনোটা প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটতে পারে।

উৎস সম্পর্কে এখনও জানতে না পারলেও পুলিশের ধারণা, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রশ্নফাঁসে জড়িত। নজরদারিতে আছেন সন্দেহভাজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

প্রশ্নফাঁস ঠেকাতে আগামীতে প্রশ্ন তৈরি ও বিতরণ পদ্ধতিতেও বদল আনতে যাচ্ছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়