শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৩৪ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগ নয়, বার্সার নজর লা লিগায়

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের শূরু থেকেই স্প্যানিশ লা লিগায় দারুন ফর্মে বার্সেলোনা। তবে উড়তে থাকা বার্সাকে গত শেষ ম্যাচে রুখে দিয়েছে তুলনামুলক ছোট দল গেটাফে। গোলশূন্য ড্রয়ে বার্সার পয়েন্টে ভাগ বসিয়েছে দলটি। যার ফলে লা লিগায় আজ অ্যাইবারের বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের সতর্ক করেছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভর্দে।

লা লিগায় আজ অ্যাইবারের মাঠে খেলতে যাবে বার্সা। এরপর মর্যাদার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠে খেলতে যাবে কাতালান ক্লাবটি। তবে চ্যাম্পিয়নসে লিগে চেলসির চেয়ে লা লিগার ম্যাচে জয় পাওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বার্সা কোচ।

চলতি মৌসুমে এবার লা লিগায় অপরাজিত থেকেই অ্যাইবারের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। লিগে মৌসুমের শুরু থেকে উড়তে থাকলেও সবশেষ গেটাফে ও এস্পানিওলের বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছে ব্লুগ্রেনারা।

অ্যাইবারের বিপক্ষে ম্যাচের আগে শিষ্যদের সতর্ক করে বার্সা কোচ ভালভর্দে বলেন, ‘ফিজিক্যালের চেয়ে খেলাটা অনেকটাই মানসিক। গুরুত্বের দিক থেকে অ্যাইবারে বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে অগ্রাধিকার প্রাপ্ত। এখন আমরা চেলসির বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি না। আমাদের আবারও ছন্দে ফিরতে হবে এবং গেটাফের বিপক্ষে ম্যাচের পর এই ম্যাচটি আমাদের জন্য বেশ গুরুত্বের।’

অ্যাইবারের বিপক্ষে বার্সেলোনার আগের ফলাফল বেশ আশা জাগাতে পারে বার্সা সমর্থকদের। আগের ৭ বারের মুখোমুখিতে দলটির বিপক্ষে ২৬ গোল করেছে মেসি-সুয়ারেজ-কোতিনহোরা। ইএসপিএনএফসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়