শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২৭ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজন্ম থেকে প্রজন্ম সুবিধা ভোগ করবে, এটি যৌক্তিক নয়

আবু সাঈদ খান : সরকারি চাকুরিতে কোটা প্রথা কিছু কিছু ক্ষেত্রে থাকার প্রয়োজন আছে। তবে সব ক্ষেত্রে নয়। বিশেষ করে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের জন্য কোটা রাখা যায়। তাছাড়া অনেক ক্ষেত্রে নারীদের জন্যও কোটা রাখা দরকার। তবে সব জায়গায় নয়। নারীদের জন্য কোটা প্রথা রাখার কারণ হচ্ছে, যাতে করে তারা পুরুষের সমানভাবে এগিয়ে যেতে পারে। কোনো কারণে হয়তো তারা চাকুরীতে অংশগ্রহণে পিছিয়ে আছে। তাদের কোনো কোনো জায়গায় কোটা প্রথাটি রাখলে, তাদের এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে।

তবে কোটার নামে অনেক ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। সেগুলো তুলে দেওয়া জরুরী। মুক্তিযুদ্ধে আমার সামান্য অবদান আছে। তাই আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে বলতে চাই, মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে যুদ্ধ করে ছিল ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার জন্য নয়। তারপর তাদের পুনর্বাসন, ভাতাসহ বিভিন্নভাবে সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে তাদের সন্তান, নাতী, পুতিসহ প্রজন্ম থেকে প্রজন্ম এই সুবিধা ভোগ করবে, এটি আমি যৌক্তিক মনে করি না।

পরিচিতি : সিনিয়র সাংবাদিক/মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়