শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা সচিব ব্যর্থতার পরিচয় দিয়েছেন

মো. জাকির হোসেন : প্রশ্নপত্র ফাঁস আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস এখন দেশে মহামারি আকার ধারন করেছে । এর ফলে বাংলাদেশের মেধা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের আগামী প্রজন্ম একটা অন্ধকারের দিকে ধাবিত হবে। বিশেষ একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই এই হীন, জঘন্য কাজে লিপ্ত হয়েছে। এর ফলে এ দেশের শিক্ষা ব্যবস্থায় চরম ক্ষতি সাধিত হবে। আমি মনে করি, আমাদের শিক্ষক সমাজসহ সকল শ্রেণী পেশার মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এবং এই প্রশ্ন ফাঁস বা এই মহামারী ব্যাধিটি যদি আমরা রোধ না করতে পারি তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যাবে না। এবং বাংলাদেশ যে একটি মেধাবী জাতি ও তার সুনাগরিক গড়ে তোলার পথে প্রশ্নফাঁস অন্তরায় হিসেবে রয়ে যাবে। বাংলাদেশ অন্ধকার যুগে ফিরে যাবে। শিক্ষা সচিব বললেন, প্রশ্ন ফাঁস বন্ধ করা যাবে না। আমি মনে করি শিক্ষা সচিব মহোদয় সঠিক কথা বলেন নি। এই পরীক্ষা ব্যবস্থা যুগ যুগ ধরে চলে আসছে।

অন্যান্য দেশেও এই পরীক্ষা ব্যবস্থা রয়েছে। শিক্ষার উন্নয়নের জন্য প্রশ্ন ব্যবস্থা জোরদার করা যেতে পারে। সচিব মহোদয়ের কাছে আমার প্রশ্ন, তিনি কয়টি প্রশ্ন ফাঁসকারীকে শাস্তি দিতে পেরেছেন? কিংবা কয়টি প্রশ্নফাঁস কারীকে বা ফাঁসকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পেরেছেন? যুগে যুগে যেমন দুর্নীতি আছে, তার প্রতিরোধক ব্যবস্থাও আছে। আপনি প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করবেন না, আর বলবেন যে, প্রশ্নফাঁস রোধ করা যাবে না।

এটা তো ঠিক নয়। আমি বলবো যে, সচিব হিসেবে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এটা প্রশ্নফাঁস কারীদেরকে আরো উৎসাহিত করবে।
পরিচিতি : ভারপ্রাপ্ত মহাসচিব, শিক্ষক-কর্মচারী ঐক্য জোট

মতামত গ্রহণ : মোহাম্মদ আবদুল অদুদ
সম্পাদনা : সানিম আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়