শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৩ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের আরো যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে এ সংস্করণে নতুন জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের দেয়া ২৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮.৫ ওভারে ২৪৫ রান করে অস্ট্রেলিয়া। যা এ সংস্করণে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার করা এর রান আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ রান। এছাড়া সব ধরণের টি-টুয়েন্টিতেও এটা দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর বাইরেও আরো বেশ কিছু রেকর্ড এ ম্যাচে হয়েছে। আসুন জেনে নিই সেই রেকর্ডগুলো সম্পর্কে-

এদিন রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার রান রেট ছিল ১৩.০০। যা এ সংস্করণে পঞ্চম সর্বোচ্চ। এই ম্যাচে দুই দল মিলে ৩২ টি ছক্কা মেরেছে। এটা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ। এছাড়া দুই দল মিলে এদিন মোট রান করেছে ৪৮৮। এক ম্যাচে এটা দ্বিতীয় সর্বোচ্চ টোটাল।

ইডেন পার্কে এদিন নিউজিল্যান্ডের বোলার বেন হুইলার ৩.১ ওভার বল করে দিয়েছেন ৬৪ রান। যেটা এ সংস্করণে তৃতীয় সর্বোচ্চ খরুচে বোলিং। তবে সর্বোচ্চ খরুচে বোলারও হতে পারতেন তিনি। কিন্তু আম্পায়ার তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেন! দুইটি ‘বিমার’ (অতিরিক্ত উচ্চতার ফুল টস বল) কারণে তাকে আর বল করতে দেয়নি আম্পায়ার। তার ইকোনোমি ছিল ২০.২১। যা এ সংস্করণে চতুর্থ-জঘন্য বোলিং রেকর্ড।

এদিন ওয়াইডের রেকর্ডও গড়েছে দুই দল। ১৮টি ওয়াইড দিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ ওয়াইড দেয়ার রেকর্ড এখন নিউজিল্যান্ডের। আর অস্ট্রেলিয়া ২৬টি ওয়াইড দিয়ে তালিকায় তৃতীয়।

এছাড়া নিউজিল্যান্ডের ২৪৩ রানের ইনিংসটি যুগ্মভাবে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

সূত্র : ক্রিকেটডটকমডটএইউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়