শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৩ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি দেওয়া নিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে ধুম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আইন হাতে নিয়ে বেআইনি কাজ করছে।

শুক্রবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপির মহাসচিব এ কথা বলেন। তিনি বলেন, আন্দোলনের মধ্যে দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

বৈঠক থেকে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন এবং রায়ের সার্টিফাইড কপি দেওয়া নিয়ে সৃষ্ট পরিস্থিতির জন্য বৈঠকে নিন্দা জানানো হয়েছে। বৈঠকে আইনজীবীরা জানিয়েছিন, বেআইনিভাবে সরকার রায়ের সত্যায়িত কপি দিচ্ছে না। এটা আইনের লঙ্ঘণ। তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখাই সরকারের ইচ্ছা।

বৈঠকে আসন্ন ঢাকা বারের নির্বাচন বিএনপিপন্থী আইনজীবীরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, রায়ের কপি না দেওয়ার এখনও কোন পর্যন্ত যুক্তিসংগত কোনো তাঁদের দেওয়া হয়নি।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়